শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
Uncategorized

সাড়া জাগানো চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এআই চ্যাটবট ‘বার্ড’ আনছে গুগল

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

গতবছরের নভেম্বর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এবার ‘বার্ড’ নামের একটি এআই চ্যাটবট আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আনার কথা জানিয়েছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল। খবর সিএনএন এর।

সোমবার (৬ ফেব্রুয়ারি) গুগলের সিইও সুন্দর পিচাই জানান, কয়েক সপ্তাহের মধ্যে ‘বার্ড’ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগে গুগলের নিজস্ব কিছু পরীক্ষক সেটা পরীক্ষা করে দেখবেন।

গতবছরের নভেম্বর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এবার ‘বার্ড’ নামের একটি এআই চ্যাটবট আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আনার কথা জানিয়েছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল। খবর সিএনএন এর।

সোমবার (৬ ফেব্রুয়ারি) গুগলের সিইও সুন্দর পিচাই জানান, কয়েক সপ্তাহের মধ্যে ‘বার্ড’ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আগে গুগলের নিজস্ব কিছু পরীক্ষক সেটা পরীক্ষা করে দেখবেন।

পিচাই বলেন, “আমাদের বৃহৎ ভাষা মডেলগুলোর শক্তি, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানের পরিধিকে একত্রিত করতে চায় বার্ড।”

অন্যদিকে চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে এর সঙ্গে বিদ্যমান অংশীদারত্বের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ওপেনএআই প্ল্যাটফর্মে আরও প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট এ কোম্পানিটি।

একইসাথে নিজেদের পণ্যগুলোতে চ্যাটজিপিটি সংযোজনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এমনকি গুঞ্জন আছে যে, খুব শিগগিরই মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন ‘বিং’-এ এআই প্রযুক্তিটি সংযুক্ত করার ঘোষণা দিতে পারে।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বসে নেই প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই জানান, গুগল সার্চ ইঞ্জিনেও খুব শিগগিরই এআই চালিত চ্যাটবট সুবিধা সংযুক্ত করা হবে।

এ প্রসঙ্গে পিচাই আরও বলেন, “গুগল সার্চে এআই প্রযুক্তি সংযুক্ত করা হলে এটি জটিল সব তথ্যকে একাধিক দৃষ্টিকোণ থেকে সহজে ব্যাখ্যা করতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা ওয়েব থেকে আরও সুন্দরভাবে যেকোনো বিষয় সম্পর্কে ধারণা পাবে।”

তবে সার্চ ইঞ্জিনের সাথে এআই প্রযুক্তি যুক্ত করার বেশ কিছু ঝুঁকিও রয়েছে। কেননা এসব এআই টুল মূলত অনলাইনে বিদ্যমান ডেটা পর্যালোচনা করে ফলাফল দিয়ে থাকে। তাই অনেক সময় দেখা যায়, এআই টুলগুলো পক্ষপাতদুষ্ট কিংবা ভুল তথ্য দিচ্ছে।

এআই সৃষ্ট এ সমস্যাগুলোকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে গুগল সিইও পিচাই বলেন, “আমরা গুগলের এআই পরিষেবাগুলোকে ‘সাহসী ও দায়িত্বশীল’ করতে চাই।”

যদিও চ্যাটজিপিটি যেখানে অনেক ক্ষেত্রে ভুল করে বসছে সেখানে আসন্ন ‘বার্ড’ কীভাবে ক্ষতিকর ও আপত্তিকর বিষয় থেকে ব্যবহারকারীকে রক্ষা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com