রঙিন দ্বীপ, সোনালি সমুদ্রতট আর স্বপ্নের মতো রাতের আলো— থাইল্যান্ড এমন এক গন্তব্য, যা ভ্রমণপিপাসু মানুষের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে। এখানে সকালে সূর্যের কোমল আলোয় ঝলমল করে নীল সমুদ্র, আর সন্ধ্যার রঙিন আলো ও হরেক রকমের খাবারের সুবাস ভেসে আসে বাতাসে। আপনি চাইলে ব্যস্ত শহরের কোলাহল উপভোগ করতে পারেন, কিংবা নির্জন দ্বীপে গিয়ে
বিস্তারিত