শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
Uncategorized

শীতের ভ্রমণকে সহজ করতে

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

শীতের ছুটিতে অনেকেই কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল শীতের ভ্রমণকে সহজ করার কিছু উপায়।

১. পাহাড়ে ঘুরতে গেলে আবহাওয়ার কথা ভালো করে জেনে তবেই বাছুন গন্তব্য। শীতের পাহাড়ে বরফ পাওয়া যেমন সহজ, তেমনই সম্ভাবনা থাকে খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়ার।

২. শীতের ভ্রমণে প্রয়োজনীয় পোশাক না নিলে সমস্যা হতে পারে। সঙ্গে নিন অতিরিক্ত মোজা। সব জায়গায় যে গোসলের সুব্যবস্থা পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, তাই সুগন্ধি নিতে ভুলবেন না।

৩. নিন অবশ্য প্রয়োজনীয় কিছু ফার্স্ট এইড সামগ্রী। সর্দিকাশির ন্যূনতম ওষুধপত্র নেওয়াও একই রকম জরুরি। পানি পরিশুদ্ধ করার প্রয়োজনীয় ওষুধ নিন সঙ্গে করে।

৪. ভ্রমণের আগে জানিয়ে যান পরিচিত মানুষজনকে। যাতে প্রয়োজনে খোঁজখবর নিতে অসুবিধা না হয়। শীতকালে অনেক জায়গাই রাতে নিঝুম হয়ে যায়, সেই সুযোগে বাড়ে চুরির ঘটনা। বাড়ি ফাঁকা রেখে যেতে হলে জানিয়ে যেতে পারেন স্থানীয় থানায়। আজকাল প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের বেশ কিছু সহায়তা দেওয়া হচ্ছে।

৫. যে কোনো ধরনের সমস্যায় সবচেয়ে আগে কাজে আসে প্রত্যুৎপন্নমতিত্ব। কাজেই কাজে লাগান কাণ্ডজ্ঞান। কোভিডের প্রকোপ এখনো কমেনি, তাই বেড়াতে গিয়ে সাবধানতায় ঢিলে দেওয়া যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com