শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
Uncategorized

যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

তীব্র শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে এক দিনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটঅ্যাওয়ারের মতে, স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশটিতে মোট এক হাজার ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবারও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর অর্ধেকেরও বেশি সাউথওয়েস্ট এয়ারলাইনসের।

চলতি মাসের শুরুর দিকে ছুটির সময় সাউথওয়েস্ট এয়ারলাইনসটি ১৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করে। এজন্য সংস্থাটি মার্কিন সরকারের সমালোচনার মুখোমুখি হয়েছিল।

সাউথওয়েস্ট এয়ারলাইনস সোমবার তাদের প্রায় ১২ শতাংশ ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে আমেরিকান এয়ারলাইনস ৬ শতাংশ বা ২০০টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া আজ মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে প্রায় ৭৯৭টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে।

এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইনস ও অন্যান্য মার্কিন এয়ারলাইনস শীতকালীন আবহাওয়ায় গ্রাহকদের তাদের ভ্রমণপথ পরিবর্তন করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে যাত্রীরা বাড়তি খরচ না করেই ভ্রমণের পথ পরিবর্তন করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com