শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
Uncategorized

ভিডিয়ো কনফারেন্স অ্যাপ মিট এখন জিমেলের সাথে যুক্ত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে মরিয়া হয়ে উঠেছে পৃথিবীর প্রায় সব দেশ। অনেকেই অফিসের কাজ সারছেন বাড়ি থেকে। স্কুল, কলেজ বন্ধ থাকায় ক্লাসও চলছে অনলাইনে। এই সব কাজ ঠিকঠাক মতো করতে অনেকের ভরসা এখন ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপের উপর।

লকডাউনের আবহে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। এবারে নিজেদের ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ গুগল মিটকে জিমেলের সঙ্গে যুক্ত করল গুগল।

যদিও গুগল মিট কোনও নতুন প্ল্যাটফর্ম নয়। দীর্ঘদিন ধরেই জি সুইটে এই সুবিধা দিয়ে আসছিল গুগল। বর্তমানে জিমেলের ওয়েব ভার্সনে লগ ইন করলেই বাঁ-দিকের সাইড বারে দেখা যাচ্ছে এই ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম। নতুন মিটিং শুরু করা বা কোনও মিটিংয়ে যোগ দেওয়ার অপশন থাকছে সেখানে।

এক সঙ্গে ১০০ জন যোগ দিতে পারবে গুগল মিটের ভিডিয়ো কনফারেন্সিংয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, জুমের সঙ্গে প্রতিযোগিতায় নামতে এই মিটকে জিমেলের সঙ্গে যুক্ত করেছে গুগল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com