শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
Uncategorized

দুই সপ্তাহ পিছিয়ে গেল অমর একুশে বইমেলা

  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে না। দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান ইউএনবিকে জানান, “সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকার সার্বিক কোভিড পরিস্থিতি বিবেচনা করে অমর একুশে বইমেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।”

প্রতি বছর সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত বছর করোনার কারণে ১৮ মার্চ থেকে শুরু হয়।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়।

১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন।

১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com