শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
Uncategorized

ঘুরে আসুন যে কোনও একটি জায়গায়

  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

ভিয়েতনাম

দক্ষিণ পূর্ব এশিয়ার ( South-East Asia) ছোট্ট দেশ ভিয়েতনাম বললে আদপে কী মনে পড়ে? পাহাড়, নদী, সমুদ্রে ঘেরা এক ছোট্ট দেশ। ইতিহাস, প্রকৃতি আর খাবার-দাবারের এক অপূর্ব মিশেল এই ভিয়েতনাম। ইতিহাসের ছাত্র যাঁরা, তাঁরা যেমন আসতেই পারেন, তেমনই স্রেফ প্রকৃতিপ্রেমী যাঁরা, অথবা স্রেফ রসনাবিলাসে আগ্রহ যাঁদের– তাঁরাও চলে আসতে পারেন যে কোনওদিন। খরচ? এক ভারতীয় মুদ্রা এখানে 305.02 ভিয়েতনামি ডং বা টাকার সমান।

ইন্দোনেশিয়া

দক্ষিণ পূর্ব এশিয়ার ( South-East Asia) ছোট্ট দেশ ভিয়েতনাম বললে আদপে কী মনে পড়ে? পাহাড়, নদী, সমুদ্রে ঘেরা এক ছোট্ট দেশ। ইতিহাস, প্রকৃতি আর খাবার-দাবারের এক অপূর্ব মিশেল এই ভিয়েতনাম। ইতিহাসের ছাত্র যাঁরা, তাঁরা যেমন আসতেই পারেন, তেমনই স্রেফ প্রকৃতিপ্রেমী যাঁরা, অথবা স্রেফ রসনাবিলাসে আগ্রহ যাঁদের– তাঁরাও চলে আসতে পারেন যে কোনওদিন। খরচ? এক ভারতীয় মুদ্রা এখানে 305.02 ভিয়েতনামি ডং বা টাকার সমান।

লাওস

ভিয়েতনাম-কম্বোডিয়ার অন্যতম প্রতিবেশী দেশ লাওস ( Laos)। ঐতিহাসিক স্থাপত্য, সঙ্গে বিপুল প্রাকৃতিক সৌন্দর্য– লাওস ভ্রমণপিয়াসীদের জন্য একেবারে পারফেক্ট স্পট। এছাড়া বিভিন্ন ভালো খাওয়াদাওয়ার সুযোগ আছে। উপরন্তু লাওস বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সের জন্য বিখ্যাত। একটি ভারতীয় টাকা এখানে 140.72 লাওস মুদ্রার। 100 টাকা এখানে 14 হাজার মুদ্রার সমান।

প্যারাগুয়ে

কম্বোডিয়া

কম্বোডিয়া এমন একটি দেশ যে দেশের কথা সকলে জানে তার সুপ্রাচীন ঐতিহাসিক মনুমেন্ট এবং স্থাপত্যের জন্য। এক ভারতীয় মুদ্রা এই দেশের 54.89-টি মুদ্রার সমান।
কলম্বিয়া

মঙ্গোলিয়া

চীন এবং রাশিয়ার বর্ডার স্থিত মঙ্গোলিয়ার ইতিহাস অতি সুপ্রাচীন। এক ভারতীয় টাকা এই দেশে 38.49 মঙ্গোলিয়ার মুদ্রার সমান। চেঙ্গিস খানের নাম জড়িয়ে থাকা এই দেশে চাইলেই আপনি ঘুরে আসতে পারেন।

দক্ষিণ কোরিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com