বুধবার, ০১ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

কুয়েতে পহেলা বৈশাখ উদযাপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

কুয়েতে বাংলা নববর্ষ ১৪৩১ ও পহেলা বৈশাখ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন।

রোববার (১৪ এপ্রিল) কুয়েতের খাইরান অঞ্চলের এক রিসোর্টে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। নানা স্বাদের নানা রকমের পিঠা-পায়েসে পান্তা, ইলিশ ও রকমারি ভর্তায় আপ্যায়ন চলে দিনভর। ছিল নারী ও শিশুদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।

dhakapost

এবার ঈদুল ফিতরের পরপরই পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। আয়োজকরা দুই উৎসব একসঙ্গে উদযাপন করতে পেরে আনন্দিত। তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধু উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়াও এর উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমি, সহ সভাপতি পারভীন ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক লিজা মাহবুব ও ইঞ্জিনিয়ার আহলাম আমজাদসহ বাংলাদেশি প্রবাসী পরিবারের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com