শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
Uncategorized

কার্বন নিঃসরণ শূন্য করতে ১৮০ বিলিয়ন ডলার খরচ করবে সৌদি আরব

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সৌদি আরব। এই লক্ষ্যে পৌঁছাতে ১৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাষ্ট্রটি। শনিবার এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এসব জানিয়েছেন খোদ সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি জানান, আরও কয়েক দশক ধরে তেল উৎপাদন চালিয়ে যাবে এই দেশ।

আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে কপ-২৬ জলবায়ু পরিবর্তন সামিট। সম্মেলনের আগেই কার্বন নিঃসরণ শূন্যে নামানোর ঘোষণা দিলো সৌদি। তারা এখন ১০০টিরও বেশি দেশের সঙ্গে যোগ দিয়েছে যারা শূন্য নির্গমনে পৌঁছানোর প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com