শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
Uncategorized

উড়োজাহাজ থেকেও মোবাইলে কল করা যাবে

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

খুব শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উড়োজাহাজের যাত্রীরা বিমান আকাশে চলা অবস্থায় মোবাইলে কল করতে পারবেন। ইউরোপীয় কমিশন ধীর গতির মোবাইল ডাটার পাশাপাশি উড়োজাহাজের ভেতরে ফাইভ-জি সেবাও চালু করতে রুল জারি করেছে। বিবিসি জানিয়েছে, এর অর্থ হলো এর পর থেকে বিমানে উঠে যাত্রীকে আর তার মোবাইল ফোনে এয়ারপ্লেন মোড চালু করতে হবে না। তবে এটি কীভাবে বাস্তবায়িত করা হবে, সে সম্পর্কে এখনও পরিষ্কার কোনও ধারণা দেওয়া হয়নি।

সংবাদমাধ্যমটি জানায়, আগামী বছর জুনের ৩০ তারিখ থেকে এটি চালু হওয়ার কথা। ইইউ ইন্টারনাল মার্কেট কমিশনার থেরি ব্রেটন বলেন, এটি চালুর মাধ্যমে জনগণের মাঝে একটি উদ্ভাবনী পরিষেবাকে উন্মুক্ত করা হলো। সেই সঙ্গে এটি ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর অগ্রগতিতেও সহযোগী হবে।

তিনি আরও বলেন, উচ্চ ক্ষমতার সুপার ফাস্ট কানেক্টিভিটি যেখানে এমন সুযোগ দিচ্ছে সেখানে আকাশ পথও আর সীমাবদ্ধ থাকবে না।

জানা যায়, ২০০৮ সাল থেকে ইইউ কমিশন কিছু ফ্রিকোয়েন্সি ব্যান্ড তাদের জন্য রিজার্ভ রেখেছিল; যেন মধ্য আকাশে ইন্টারনেট ব্যবহারের কিছু পরিষেবা চালু করা যায়। কিন্তু সেই পরিষেবাটি ঐতিহাসিকভাবেই খুব ধীর গতির। কিন্তু ফাইভজি-এর কারণে একে এখন বেশ গতিশীল করা সম্ভব। এর গতিকে এখন ১০০ এমবিপিএস করা সম্ভব অর্থাৎ একটি মুভিকে মাত্র কয়েক মিনিটেই ডাউনলোড করে ফেলা যাবে।

যদিও আমেরিকায় ফাইভজি ফ্লাইটের জন্য সমস্যা। কেননা সেখানে এই ফ্রিকোয়েন্সির কারণে বিমানের উচ্চতা নির্ণয়ে সমস্যার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু ইউকে ফ্লাইট সেফটি বিভাগের কার্যনির্বাহী প্রধান দাই হুইটিংহ্যাম বলেন, এটি ইউকে এবং ইইউ এর জন্য কোনও সমস্যা নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com