চীনের জনসংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। তাই জন্মহার বাড়াতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। এর অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে- ২৫ বছর বয়সের আগে বিয়ে করলে তরুণীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, যেসব তরুণী ২৫ বছর বয়সের আগে বিয়ে করবেন তাদেরকে ১০০০ ইউয়ান নগদ অর্থ দেবে চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশের চ্যাঙশান কাউন্টি। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চ্যাঙশান কাউন্টি অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাসময়ে বিয়ে এবং দ্রুত সন্তান জন্মদানে উৎসাহিত করতে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
৬০ বছরের ইতিহাসে চীনের জনসংখ্যা বৃদ্ধির হার এই প্রথম কমেছে। এ অবস্থায় সন্তান জন্মদানে তরুণ সমাজকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।
সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর চীনে সবচেয়ে কম বিয়ে হয়েছে ২০২২ সালের। সে বছর দেশটিতে বিয়ে হয়েছে মাত্র ৬৮ লাখ। বিয়ে কমে যাওয়ার জনসংখ্যা বৃদ্ধির হারের ওপরও এর প্রভাব পড়েছে।