মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

১০৩ দেশকে ভিসা ফ্রি এন্ট্রি দিলো ওমান

  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

পর্যটকদের আগমনের সুবিধার্থে ১০৩টি দেশ ও অঞ্চলকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিলো মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বিশেষ সুবিধাপ্রাপ্ত এসব দেশের তালিকায় রয়েছে ভারত, ভুটান, মালদ্বীপ, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান প্রভৃতি। তবে এই তালিকায় নেই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলো। খবর অ্যারাবিয়ান বিজনেস।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা নিয়ে প্রবেশ করা পর্যটকরা সর্বোচ্চ ১৪ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এসব দেশের ভ্রমণকারীদের আগাম হোটেল বুকিং, স্বাস্থ্য বিমা, রিটার্ন টিকিটের মতো বিষয়গুলোতে ভিসামুক্ত সুবিধা প্রযোজ্য হবে।

প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও অনন্য সংস্কৃতির জন্য পরিচিত ওমান ভ্রমণে পর্যটকদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জিসিসি ভুক্তদেশগুলোর (বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) নাগরিকদের ওমানে প্রবেশে আগে থেকেই ভিসার প্রয়োজন হয় না।

ওমানে নতুন করে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশগুলো হলো- আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, ভুটান, বলিভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই দারুসসালাম, বুলগেরিয়া, কানাডা, চিলি, চীন (হংকং এবং ম্যাকাও অন্তর্ভুক্ত), কলম্বিয়া, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, কিউবা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইকুয়েডর, এস্তোনিয়া, মিশর, ফিনল্যান্ড, ফ্রান্স, ফ্রেঞ্চ গিনি, জর্জিয়া, জার্মানি, গ্রিস, গুয়েতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, লাটভিয়া, লেবানন, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মাল্টা, মৌরিতানিয়া, মেক্সিকো, মলদোভা, মোনাকো, মরক্কো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নরওয়ে, পানামা, প্যারাগুয়ে, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, সালভাদর, সান মারিনো, সার্বিয়া, সিশেলস, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুরিনাম, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, তুর্কমেনিস্তান, যুক্তরাজ্য, ইউক্রেন, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ভ্যাটিকান, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।
জানা গেছে, ওমান তার অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং রাজস্বের জন্য তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন শিল্পের বিকাশে কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বের অর্ধেকের বেশি দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিলো দেশটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com