শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

সপ্তাহে ৪ দিন কর্মদিবস কার্যকর করে যে সুবিধা পেল আইসল্যান্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশ কর্মী কম কর্মঘণ্টার সুবিধা নিয়েছেন। সেসময় তাদের বেতন অপরিবর্তিত ছিল।

আইসল্যান্ডে কর্মঘণ্টা কমানোর ফলে দেশটির অর্থনীতি ইউরোপের অধিকাংশ দেশের তুলনায় ভালো অবস্থানে আছে এক গবেষণায় জানা গেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) প্রকাশিত এই গবেষণায় বলা হয়, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশটির ৫১ শতাংশ কর্মী কম কর্মঘণ্টার সুবিধা নিয়েছেন। সেসময় তাদের বেতন অপরিবর্তিত ছিল। বর্তমানে এই হার আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রিটেনের অটোনমি ইনস্টিটিউট এবং আইসল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ডেমোক্রেসি (আলডা) উল্লেখ করেছে, গত বছর আইসল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইউরোপের অধিকাংশ দেশের চেয়ে দ্রুত ছিল এবং দেশটির বেকারত্বের হারও ইউরোপের মধ্যে অন্যতম সর্বনিম্ন।

আলডার গবেষক ডি. হ্যারাল্ডসন এক বিবৃতিতে বলেন, “এই গবেষণায় আইসল্যান্ডের একটি সফল কাহিনি উঠে এসেছে– কর্মঘণ্টা কমানো ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং অর্থনীতির বিভিন্ন সূচকে দেশটি শক্তিশালী হয়েছে।”

২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে দুটি পরীক্ষামূলক কর্মসূচিতে (ট্রায়াল) আইসল্যান্ডের সরকারি কর্মীরা প্রতি সপ্তাহে ৩৫ থেকে৩৬ ঘণ্টা কাজ করেছেন এবং তাদের বেতন অপরিবর্তিত ছিল। এর আগে অধিকাংশ কর্মী প্রায় ৪০ ঘণ্টা কাজ করতেন।

এই পরীক্ষামূলক কর্মসূচিগুলোতে প্রায় আড়াই হাজার কর্মী অর্থাৎ দেশটির মোট কর্মীর ১ শতাংশ অংশগ্রহণ করেন। লক্ষ্য ছিল, কর্মজীবনের ভারসাম্য বজায় রেখে উৎপাদনশীলতা বাড়ানো।

গবেষকরা দেখেছেন, বেশিরভাগ কর্মস্থলে উৎপাদনশীলতা অপরিবর্তিত থেকেছে বা বৃদ্ধি পেয়েছে  এবং কর্মীদের সুস্থতা ও কর্মজীবনের ভারসাম্যে “নাটকীয়” উন্নতি হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আইসল্যান্ডের শ্রমিক ইউনিয়নগুলো দেশজুড়ে তাদের সদস্যদের জন্য কর্মঘণ্টা কমানোর চুক্তি করেছে।

অর্থনৈতিক ‘গতিশীলতা’ বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, ২০২৩ সালে আইসল্যান্ডের অর্থনীতি ৫ শতাংশ সম্প্রসারিত হয়েছে। ইউরোপের ধনী অর্থনীতির দেশগুলোর মধ্যে মাল্টার পরেই অবস্থান করছে দেশটি।

এই প্রবৃদ্ধি ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে প্রায় ২ শতাংশ গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।

তবে আইএমএফ ২০২৪ সালে দেশটির প্রবৃদ্ধি অনেকটা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। জুলাই মাসে প্রকাশিত এক মূল্যায়নে সংস্থাটি জানিয়েছে, “দেশীয় চাহিদা কমার পাশাপাশি পর্যটন খাতে ব্যয়ের প্রবৃদ্ধি মন্থর হওয়ায় ২০২৪ সালে প্রবৃদ্ধি কমবে বলে ধারণা করা হচ্ছে।”

অটোনমি ইনস্টিটিউট এবং আলডা উল্লেখ করেছে, আইসল্যান্ডের কম বেকারত্বের হার, যা গত বছর ৩.৪ শতাংশ ছিল, দেশের অর্থনৈতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ সূচক। এই হার উন্নত ইউরোপীয় অর্থনীতির গড় হার থেকে প্রায় অর্ধেক কম। আইএমএফ আশা করছে, এ বছর এবং আগামী বছর এটি সামান্য বেড়ে ৩.৮ শতাংশ হবে।

বিশ্বের বিভিন্ন দেশে চার দিনের কর্মসপ্তাহের নানা পরীক্ষা চলছে, যার মধ্যে ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের ৩৩টি প্রতিষ্ঠানে পরিচালিত একটি সফল পরীক্ষা অন্তর্ভুক্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com