সন্তান জন্মালেই ৩২ হাজার কর্মীকে ১৩ কোটি ৮০ লাখ ডলার বোনাস দেবে চীনের অন্যতম অনলাইন ট্র্যাভেল এজেন্সি সংস্থা ট্রিপ ডট কম।
জানা গেছে, অন্তত তিন বছর ধরে প্রতিষ্ঠানটিতে চাকরি করা কর্মীরা প্রতিবছর প্রতিটি নবজাতকের জন্য এক হাজার ৩৭৬ মার্কিন ডলার করে বোনাস পাবেন। সন্তানদের পাঁচ বছর বয়স পর্যন্ত এই বোনাস পাবেন কর্মীরা। শনিবার থেকেই এই নীতি কার্যকর হবে। জাতিসঙ্ঘ তথ্য বলছে, চীন বর্তমানে জনসংখ্যা সঙ্কটের মুখোমুখি। এক ধাপ পিছিয়ে জনসংখ্যার নিরিখে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে চীন।
বেইজিং ডাবেইনং টেকনোলজি গত বছর জানিয়েছিল, কোনো কর্মীর তৃতীয় সন্তানের জন্ম হলে ১২ হাজার ৩৯১ মার্কিন ডলার নগদ বোনাস দেয়া হবে। কিয়াওইন সিটি ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা গত মাসে তৃতীয় সন্তানের জন্ম দেয়া কর্মীদের ১৩ হাজার ৭৫৯ মার্কিন ডলার বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু সন্তান জন্মই নয়, বিয়ের হার কমে যাওয়ার ঘটনাও চিন্তা বাড়াচ্ছে চীন সরকারের।
সূত্র : আজকাল