ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট ওটা নামা শুরু হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেন।
নির্বাহী পরিচালক জানান, রাতে ফ্লাইট ওঠা নামা শুরু হয়েছে। তবে কয়েকটা ফ্লাইট বাতিল হয়েছে।
গণ বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবার বিকেলে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে, ঠিক কী কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছিল, তা জানা যায়নি।