এবার দরজা আনলকড থাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকেই ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে পরে চট্টগ্রাম থেকে কাতারের দোহার উদ্দেশে যাত্রা করতে পৌনে এক ঘণ্টা দেরি করতে হয়েছে। এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮ মডেলের বিজি-ওয়ান টু ফাইভ ফ্লাইটির সবকিছু ঠিকঠাক। চট্টগ্রাম হয়ে কাতারের দোহার উদ্দেশে এটি বুধবার (২৬ জুন) বিকেল চারটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুটতে শুরু করে। কিন্তু উড্ডয়ন করতে না করতেই গতি কমিয়ে ফিরে আসে হ্যাঙ্গারের সামনে।
ঘোষণা আসে, বিমানের মাঝখানের দুটি দরজা আনলকড দেখাচ্ছে। এরপর প্রকৌশলীরা ত্রুটি সারালে বিলম্বে বিমানটি যাত্রা করে দোহার উদ্দেশে।
বিজি ১২৫ ফ্লাইটের বিমানের জরুরি বহির্গমনের জানালায় কাজ করছেন বিমান বাংলাদেশের ইঞ্জিনিয়ার ও অন্য কর্মকর্তারা। ছবি: ভিডিও থেকে নেয়া
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ফ্লাইটের যাত্রী, নীট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন পাইলটসহ বিমানের প্রকৌশলী টিম।
এ সময় এসি বন্ধ থাকায় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস করার কথাও জানান ওই ব্যবসায়ী। একই সঙ্গে ঝুঁকি না নিয়ে সমস্যা সমাধান করায় বিমানের ক্যাপ্টেনকে ধন্যবাদ দেন মোহাম্মদ হাতেম। তবে, বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করেন তিনি।
হাতেম বলেন, ‘এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বাংলাদেশ বিমানে ভ্রমণ করা হয়েছে। একবার হজে যাওয়া হয়েছে। কিন্তু আজকে যখন সাধারণ যাত্রী হিসেবে ভ্রমণ করলাম, তখন অভিজ্ঞতাটা ভালো হলো না। মাঝে মাঝেই বিমান নিয়ে এমন খারাপ অভিজ্ঞতার কথা শুনি অন্য যাত্রীদের কাছে। আজকে নিজেই ভুক্তভোগী।’
ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
এদিকে, ঘটনাটি তেমন গুরুতর নয় বলে জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সামান্য ত্রুটি সারানোর পরই দোহার উদ্দেশে ছেড়ে যায় বিমানটি।
বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, ‘পাইলট বিমান নিয়ে ফেরার পর ইঞ্জিনিয়াররা এসে দেখেছে। এরপর ৫টা ৪৭ মিনিটে ফ্লাইটটি আবার উড়ে গেছে।’
এর আগে, গেল সোমবার রাতে উড্ডয়নের পর উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ায় আবুধাবি না গিয়ে নরসিংদীর আকাশে ৩ ঘণ্টা চক্কর দিয়ে রাত ১টা ২০ মিনিটে বিমানের একটি ফ্লাইট ফিরে আসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।