টানা ৪৭ বছর। মেসি’জ এর আয়োজনে এবারের ৪ জুলাইও নিউ ইয়র্কের আকাশ উজ্জ্বল থাকবে আতশবাজির ফোয়ারায়। ইস্ট রিভারের দুই পাড়ে বেশ কয়েকটি স্থানে আয়োজন করা হবে এই ফায়ারওয়ার্কের। সুর্য ডোবার আগেই ৮ টা থেকে শুরু হবে আতশবাজি।
মিডটাউন ম্যানহাটনে এক মাইল লম্বা একটি লাল, সাদা, নীলের পতাকা তৈরি করা হবে শামুক ও ঝিনুকের খোলসে। রক অ্যান্ড রোলের কুইন খ্যাত প্রয়াত টিনা টার্নারকের সম্মানিত করা হবে এবারের আয়োজনে। একমাইল জুড়ে এই আয়োজনের নাম দেওয়া হয়েছে গোল্ডেন মাইল।
যেসব স্থান থেকে ফায়ারওয়ার্ক দেখা যাবে:
ম্যানহাটন:
ফার্স্ট এভিনিউ অ্যান্ড ইস্ট ৪২ স্ট্রিট
ফার্স্ট এভিনিউ অ্যান্ড ইস্ট ৪২ স্ট্রিট (এডিএ)
ফার্স্ট এভিনিউ অ্যান্ড ইস্ট ২০ স্ট্রিট
ব্রুকলিন
নিউটন বার্জ পার্ক, উইলিয়ামসবার্গ
মারশা পি. জনশন স্টেট পার্ক, উইলিয়ামসবার্গ
ট্রান্সমিটার পার্ক, গ্রিনপয়েন্ট
কুইন্স
গ্রান্ট্রি প্লাজা স্টেট পার্ক, লং আয়ল্যান্ড সিটি
জনতার ভিড় বেশি হলে এই সব এলাকায় সড়ক চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।