রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

মুখোমুখি দুই প্লেন, নারী পাইলটের তৎপরতায় রক্ষা পেল ৩০০ প্রাণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক প্লেনবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার সংস্থা বিস্তারার দু’টি প্লেন। এক নারী পাইলটের তৎপরতায় অন্তত ৩০০ মানুষের প্রাণহানি এড়ানো গেছে।

বুধবার দুপুরে প্লেনবন্দরের রানওয়েতে প্লেন দু’টির মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।

এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার বিকেলে প্লেনবন্দরের ২৯আর রানওয়ে থেকে ‘টেক অফ’ করতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিস্তারার বাগডোগরাগামী ফ্লাইট ভিটিআই৭২৫। ঠিক সেসময় ২৯এল রানওয়েতে অবতরণ করছিল বিস্তারার আমদাবাদ-দিল্লি ভিটিআই৯২৬।

ভিটিআই৯২৬-এর নারী পাইলট সোনু গিলের বিষয়টি নজরে আসায় তিনি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে জানান। এরপরই এটিসির তরফে বাগডোগরাগামী প্লেনটিকে ‘টেক অফ’ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। যার ফলে রক্ষা পায় প্রায় ৩০০ মানুষের প্রাণ।

খবরে আরও জানানো হয়, ঘটনার সময় দু’টি প্লেনের দূরত্ব ছিল মাত্র ১,৮০০ মিটার। ঘটনার তদন্তে নেমেছে ভারতের প্লেন চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)।

প্রসঙ্গত, দিল্লি প্লেনবন্দরের ২৯আর এবং ২৯এল রানওয়ে দু’টি একসঙ্গে ব্যবহার করা যায় না। কারণ একটি বিশেষ পয়েন্টে গিয়ে দুটি রানওয়ে মিলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com