বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

মাঝ আকাশে বিস্ফোরক দিয়ে প্লেন উড়িয়ে দেওয়ার হুমকি যাত্রীর

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মাঝ আকাশে বিস্ফোরক দিয়ে প্লেন উড়িয়ে দেওয়ার হুমকির পর মালয়েশিয়া এয়ারলাইন্সের এক যাত্রী গ্রেপ্তার হয়েছেন।

সোমবার সিডনি থেকে কুয়ালালামপুর যাচ্ছিল বিমানটি। যাত্রা শুরুর ঘণ্টা তিনেক পর সেটিকে ফিরিয়ে আনা হয় সিডনিতে। সেখানকার বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্তকে প্রথমে আটক এবং পরে গ্রেপ্তার করে অস্ট্রেলিয়ার পুলিশ।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম ‘চ্যানেল নিউজ় এশিয়া’ (সিএনএ) জানিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ সিডনি বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের দিকে রওনা দেয় এমএইচ১২২। তাতে ১৯৯ যাত্রীসহ ১২ জন কর্মী ছিলেন। অভিযোগ, মাঝ আকাশে  এক মধ্যবয়সী যাত্রী বলতে থাকেন, বিমানটিকে উড়িয়ে দেব।  তার সঙ্গে একটি ব্যাকপ্যাক ছিল। তবে তাতে অবশ্য বিস্ফোরক জাতীয় কিছু ছিল না।

মালয়েশিয়া এয়ারলাইন্সের মুখপাত্র পরে সিএনএকে বলেন, যাত্রীদের স্বার্থেই বিমানটিকে সিডনি ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ফ্লাইট কমান্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com