নতুন অভিবাসন প্রত্যাশীদের চাপে জেরবার নিউইয়র্ক। এখানকার মেয়র তথা কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে কেন্দ্রের সহায়তা চেয়ে আসছেন মেয়র। অবশেষে প্রেসিডেন্ট বাইডেনের একজন উপদেষ্টা বৃহস্পতিবার এসেছিলেন মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে পরামর্শ করতে। সিটি হলে উপদেষ্টা টম পেরেজ কৈবঠক করেন মেয়রের সঙ্গে।
পরে মেয়রের চিফ অব স্টাফ ক্যামিলি জোসেফ ভারল্যাক সাংবাদিকদের বলেন, “অভিবাসন প্রত্যাশিদের কোথা আশ্রয় দেওয়া যায়, কি ব্যবস্থা নেওয়া যায় আর আইনি কৌশল কি হতে পারে এসব বিষয় নিয়ে তাদের কথা হয়েছে।
স্টেট পর্যায়ে গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন তিনি অভিবাসন প্রত্যাশিদের সামলাতে সিটি কর্তৃপক্ষকে ১ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ন্যাশনাল গার্ড ব্যবহার করা হচ্ছে। আর মেয়র জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ন্ত্রণে ২০২৫ সাল পর্যন্ত ১২ বিলিয়ন ডলার লেগে যাবে।
কংগ্রেসওম্যান নাদিয়া ভেলাজকুয়েজ ও কাউন্সিলওম্যান জুলি ওন বৃহস্পতিবার অভিবাসীদের আশ্রয়স্থল রুজভেল্ট হোটেল পরিদর্শন করেন।
পরিদর্শন শেখে তারা সাংবাদিকদের বলেন, পরিস্থিতি উন্নয়ন বাইডেন প্রশাসনকে সহায়তা বাড়াতে হবে। তাদের একটা অস্থায়ী স্ট্যাটাস দিতে হবে অভিবাসন প্রক্রিয়া শুরুর আগেই একটি প্রক্রিয়া শুরু করতে হবে। বিশেষ করে তারা যাতে কাজে যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে।
এরা আজ কেউ তাদের কষ্ট বা বেদনার কথা বলেননি, তারা প্রায় সকলেই বলেছেন তাদের কাজ প্রয়োজন। আর এই সঙ্কটকে আমরা একটি সুযোগ হিসেবেই ব্যবহার করতে পারি, বলেন ভেলাজকুয়েজ।