শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

মাইক্রোসফটের এআই এজেন্টে যে চমক থাকছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রুত জানাতে পারে। তবে একই চ্যাটবট কাজে লাগিয়ে চাইলেও বিভিন্ন প্রতিষ্ঠানের সব তথ্য জানা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। এসব এআই এজেন্টের মাধ্যমে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের দৈনন্দিন বিভিন্ন কাজ করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ক্রেতা বা গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য জানানো যাবে।

মাইক্রোসফটের ‘এআই এজেন্ট

মাইক্রোসফটের তথ্যমতে, এআই এজেন্ট নিজ থেকে নির্দিষ্ট কাজ করতে পারবে। প্রচলিত এআই চ্যাটবট ব্যবহারের জন্য লিখিত প্রম্পট ও নির্দেশনার প্রয়োজন হলেও এআই এজেন্ট নিজ থেকেই নির্দিষ্ট কাজ করতে পারে। ফলে নিজস্ব এআই এজেন্ট তৈরি করে ক্রেতাদের প্রশ্নের উত্তর দেওয়া, পণ্য বিক্রির প্রচারণার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের হিসাব স্বয়ংক্রিয়ভাবে রাখা যাবে। কোপাইলট স্টুডিও ব্যবহার করে মাইক্রোসফটের গ্রাহকেরা সহজেই নিজস্ব এআই এজেন্ট তৈরি করতে পারবেন। আগামী মাসে এআই এজেন্টের পাবলিক প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করা হবে।

মাইক্রোসফট এবং ওপেনএআইয়ের তৈরি একাধিক এআই মডেল ব্যবহার করে তৈরি করা হয়েছে এআই এজেন্ট। এরই মধ্যে একটি নমুনা প্রদর্শনীতে এআই এজেন্টের কাজের ধরন তুলে ধরেছে মাইক্রোসফট। সেখানে বলা হয়েছে, নিজস্ব এআই এজেন্ট তৈরির পাশাপাশি চাইলে মাইক্রোসফটের ১০টি নমুনা এআই এজেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানের গ্রাহকসেবাসহ বিভিন্ন কাজ করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com