বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ বিভিন্ন এলাকা, উৎপত্তি বাংলাদেশের ভেতরে

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

শনিবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অফিস জানায় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে।

এরপর অনেকেই ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। স্বজনদের খবর নিতে থাকে থাকেন কেউ কেউ। সামাজিক মাধ্যমেও নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন সবাই। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান এর উৎপত্তিস্থল বাংলাদেশের অভ্যন্তরেই। তিনি নিজেও মোহাম্মদপুরের বাসা থেকে তার পরিবারকে নিয়ে খোলা জায়গায় বের হয়ে আসেন বলে জানান বিবিসিকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস বলছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেল। আর এর উৎপত্তিস্থল রামগঞ্জের ৮ কিলোমিটার উত্তর-পূর্ব-উত্তরে। আর এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অফিসও নিশ্চিত করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকেই এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

লক্ষ্মীপুর সদর থেকে রওশন আক্তার জানান তারা হালকা ঝাঁকুনি টের পেয়েছেন। ভয়ে সবাই বাইরে বেরিয়ে এসেছেন বলে জানান তিনি।

ভূমিকম্পের সাথে সাথে গুগল অ্যালার্ট

ছবির উৎস,GOOGLE

ছবির ক্যাপশান,ভূমিকম্পের সাথে সাথে গুগল অ্যালার্ট

মিরপুরে বসবাসরত সেলিনা বেগম বলেন, “এমন ভূমিকম্প আসলে মনের মধ্যে ভয় জাগায়। সকালে ওঠার পরপরই, কিছু বুঝে উঠতে পারার আগেই যেন সব কেঁপে কেঁপে উঠলো।”

দেশের দক্ষিণাঞ্চলেও ভূমিকম্প টের পাওয়া গেছে ভালোভাবেই

ঝালকাঠি থেকে নাফিসা নাওয়ার বলেন, “আমরা শুয়েছিলাম খাট টেবিল সব কেঁপে উঠলো এমনভাবে ভয় পেয়ে গেছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে সকালের এই ভূমিকম্প নিয়ে দেখা যায় নানা প্রতিক্রিয়া। শাহাব সোহাগ লিখেছেন, “৫.২ মাত্রার ভূমিকম্প, দূরত্ব মাত্র ৫৭ মাইল। সময়ের হিসাবে পূর্বে এর চেয়ে বেশি স্থায়িত্বের ভূমিকম্প অভিজ্ঞতা আছে কিনা মনে পড়ছে না।।”

অর্থাৎ বেশ কিছু সময় ধরে ঝাঁকুনি অনুভবের কথা বলছেন অনেকেই।

তবে যারা রাস্তায় বা সমতলে ছিলেন তাদের অনেকেই ভূমিকম্পের অনুভূতি টের পান নি।

উৎপত্তিস্থল লক্ষ্মীপুর কি নতুন শঙ্কার কারণ?

বাংলাদেশে গত কয়েক বছরে নিয়মিত বিরতিতেই ভূমিকম্পের ঘটনা ঘটে আসছে।

সাধারণত সিলেট ও এর আশপাশের অঞ্চলকে বাংলাদেশে ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে দেখা হয়।

এছাড়া সাম্প্রতিক সময়ে ঢাকা ও এর আশপাশেও ভূমিকম্পের উৎপত্তি হতে দেখা যায়। বিশেষজ্ঞরা বারবারই সতর্ক করে আসছেন সামনে একটা বড় ভূমিকম্পের ব্যাপারে।

এ সময় লক্ষ্মীপুর থেকে ভূমিকম্পের উৎপত্তি কি নতুন কোন শঙ্কার কারণ? তেমনটি অবশ্য মনে করেন না ভূতত্ববিদ হুমায়ুন আখতার।

“এটা নতুন কিছু নয়। গত কয়েক বছরে আমরা যে হালকা থেকে মাঝারি ভূমিকম্প দেখছি, এটাও সেরকম একটা হয়ে গেল।” তিনি বলেন, “৬-৭ মাস আগে নারায়ণগঞ্জে হালকা ভূমিকম্প হল, গত বছর সিলেটে, এ সবই কিন্তু সাবডাকশান জােনে পড়েছে। এটা ভিন্ন কিছু নয়, তবে অবশ্যই শঙ্কার কারণ। সাবডাকশন জোনে ছোট ভূমিকম্প আসলে বড় ভূমিকম্প হওয়ার পূর্বলক্ষণ।”

এক্ষেত্রে বাংলাদেশে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিতে জোর দেয়ার আহবান জানান তিনি।

“আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা বা কাঠামো, তাতে ভূমিকম্পের প্রস্তুতি যেরকম থাকা উচিত সরকার সেভাবে নিচ্ছে না।” মি. হুমায়ুন বলেন, “সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধারের জন্য খরচ করছে। কিন্তু আগে থেকে জনগণকে সচেতন করা গেলে, এই দুর্বল অবকাঠামোর মধ্যেই নিরাপদ অঞ্চল চিহ্নিত করা গেলে, সামনে যদি বড় ভূমিকম্প আঘাত হানে তাহলে আমরা অনেক জীবনে নিরাপদ রাখতে পারবো।”

ঢাকার কাছে যেসব ভূমিকম্প

ভূতত্ববিদদরা বলছেন বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা ভূমিকম্পের বড় ধরণের ঝুঁকিতে রয়েছে।

ঢাকায় গত কয়েক বছরের মধ্যে যেসব ভূমিকম্প অনুভূত হয়েছে, সেগুলোর অধিকাংশের উৎপত্তিস্থলই ছিল বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট বা চট্টগ্রাম অঞ্চলে। অনেকগুলো ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের মিজোরাম বা ত্রিপুরা রাজ্যে।

তবে ঢাকার আশেপাশে উৎপত্তিস্থল রয়েছে, এমন ভূমিকম্পও মাঝেমধ্যেই হতে দেখা গেছে।

ভূতত্ববিদ হুমায়ুন আখতারও বলেন, “২০০৮ থেকে ২০১২-১৩ পর্যন্ত ঢাকার কাছাকাছি নারায়নগঞ্জ, কুমিল্লা অঞ্চলে গ্রীষ্মের সময় অনেকগুলো ছোট ছোট ভূমিকম্প হতে দেখেছি আমরা।”

ভূমিকম্প শনাক্তকারী সংস্থা আর্থকোয়েকট্র্যাকের তথ্য অনুযায়ী ২০১২ সালের ১৮ই মার্চ এই অবস্থানেই – দোহার থেকে ১৪.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে – ৪.৫ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল।

ঢাকার কাছে ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলেও গত বিশ বছরের মধ্যে একাধিক ছোট ছোট ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

তিন বছর আগে, ২০২০ সালের ২৫শে ফেব্রুয়ারি টাঙ্গাইলের ১২ কিলোমিটার পূর্বে ৪ মাত্রার ভূমিকম্প হয়।

এছাড়া ২০০৮ এ টাঙ্গাইলের কাছে নাগরপুরে এবং ২০১৯ সালে মির্জাপুরে চার মাত্রার নিচে ভূমিকম্প হয়েছে বলে বলছে আর্থকোয়েকট্র্যাক।

পাশাপাশি গত ১৫ বছরে নেত্রকোনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে অন্তত চারবার ভূমিকম্প হয়েছে বলে জানাচ্ছে সংস্থাটি।

আর ঢাকার কাছে ফরিদপুরেও গত ১৫ বছরের মধ্যে দুইবার চার মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে নথিবদ্ধ করেছে সংস্থাটি।

তবে গত ১৫-২০ বছরের মধ্যে ঢাকার কাছে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে নথিবদ্ধ করা হচ্ছে ২০১০ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জে ৫.১ মাত্রার একটি ভূমিকম্পকে।

বাংলাদেশে সর্বশেষ ১৮২২ এবং ১৯১৮ সালে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হয়েছিল। ১৮৮৫ সালে ঢাকার কাছে মানিকগঞ্জে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পের ইতিহাস রয়েছে।

কীভাবে ভূমিকম্প পরিমাপ করা হয়?

মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল (Mw) নামে ভূমিকম্প পরিমাপ করার একটি স্কেল আছে। এটি এরআগে ভূমিকম্প মাপার যন্ত্র হিসেবে পরিচিত রিখটার স্কেলকে প্রতিস্থাপন করেছে। রিখটার স্কেলকে এখন পুরানো এবং তেমন নির্ভুল নয় বলে বিবেচনা করা হয়।

ভূমিকম্পের যে সংখ্যাটি দেয়া হয়, তা দিয়ে ফল্ট লাইন কতটুকু সরেছে এবং যে গতি এই সরানোর পেছনে কাজ করেছে সেটি নির্দেশ করে।

২.৫ বা তার কম কম্পন সাধারণত অনুভূত হয় না, তবে যন্ত্রে ধরা পড়ে। পাঁচ মাত্রার কম্পন অনুভূত হয় এতে সামান্য ক্ষতি হতে পারে। ৭.৮ মাত্রার ভূমিকম্প বেশ শক্তিশালী বলে ধরা হয় এবং এতে মারাত্মক ধরণের ক্ষতি সাধিত হয়। যেমনটি তুরস্কে এবার হয়েছে।

৮ মাত্রার বেশি কোন ভূমিকম্প যে কোনো কিছুর ভয়াবহ ক্ষতি করতে পারে এবং এর কেন্দ্রে থাকা কমিউনিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com