ভারতে বেড়াতে যাওয়া বিদেশী পর্যটকের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পর্যটন মন্ত্রণালয়।
বিগত ৫ বছর বাংলাদেশ শীর্ষে থাকার পর ২০২১ সালে আবারো ভারতে সর্বোচ্চসংখ্যক পর্যটক যায় যুক্তরাষ্ট্র থেকে। তবে চলতি বছরের প্রথম ৬ মাসের তথ্য বলছে, বাংলাদেশ আবারো মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে বাংলাদেশ থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে পর্যটক গেছে ২৩.৫ শতাংশ, এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (১৮.১ শতাংশ) এবং যুক্তরাজ্য (৯.২ শতাংশ)।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালে দেশটিতে ভ্রমণকারী বিদেশী পর্যটকদের শীর্ষ তিন উৎস ছিল যুক্তরাষ্ট্র (২২ দশমিক ১৯ শতাংশ), বাংলাদেশ (২০ দশমিক ২৯ শতাংশ) ও যুক্তরাজ্য (৯ দশমিক ৯৮ শতাংশ)।
তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া (৫ দশমিক ৯৬ শতাংশ), কানাডা (৪ দশমিক ৪৮ শতাংশ), শ্রীলঙ্কা (২ দশমিক ৮ শতাংশ), নেপাল (২ দশমিক ১৯ শতাংশ), জার্মানি (২ দশমিক ০১ শতাংশ), সিঙ্গাপুর (১ দশমিক ৮৯ শতাংশ) এবং মালয়েশিয়া (১ দশমিক ৮৮ শতাংশ)।
এর বাইরে ফ্রান্স থেকে ১ দশমিক ৭৯ শতাংশ, রাশিয়া থেকে ১ দশমিক ৫৪ শতাংশ, মালদ্বীপ থেকে ১ দশমিক ১৪ শতাংশ, পর্তুগাল ১ দশমিক ১০ শতাংশ এবং ইতালি থেকে ০.৯৭ শতাংশ পর্যটক পেয়েছে ভারত।
করোনাভাইরাস মহামারীর আগে ২০১৯ সালে এক কোটি ৯ লাখ ৩০ হাজার বিদেশী পর্যটক পেয়েছিল ভারত। ২০২১ সালে এর সংখ্যা ছিল মাত্র ১৫ লাখ ২৭ হাজার। তবে ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে ৬১ লাখ ৯১ হাজারে পৌঁছেছে। গত এপ্রিলে ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিশান রেড্ডি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছিলেন।
এতে দেখা যায়, পর্যটন খাত থেকে ২০২২ সালে এক লাখ ৩৪ হাজার ৫৪৩ কোটি রুপি আয় করেছে ভারত। ২০২১ সালের ৬৫ হাজার কোটি রুপির তুলনায় এটি অনেকটাই বেশি। বিদেশীদের পাশাপাশি ভারতে দেশী পর্যটকদের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।