শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

বিলাসবহুল সুপার ইয়ট অভিজ্ঞতা দেবে সিন্দালাহ

  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

সৌদি আরবের উত্তর-পশ্চিমের তাবুক প্রদেশে তৈরি হচ্ছে অত্যাধুনিক বিলাসবহুল নগরী নিওম। শহরের প্রথম বিলাসবহুল দ্বীপ হিসেবে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়াচ্ছে সিন্দালাহ।

প্রকল্পকে জাতীয় পর্যটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প বলে মনে করা হচ্ছে, যা দেশটির পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সম্প্রতি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে সুপারইয়ট পরিষেবা প্রতিষ্ঠান বিডব্লিউএ ইয়টিং। শুরু করা হবে ইয়ট পরিষেবা।

ইয়ট হচ্ছে কেবিনসহ এক ধরনের প্রমোদতরী, যা মূলত সমুদ্র ভ্রমণে ব্যবহার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানিটি সিন্দালাহের আন্তর্জাতিক সমুদ্রসীমায় কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। সহায়তা করবে সামুদ্রিক ক্রুদের। লোহিত সাগরে চালু হতে যাওয়া প্রথম সুপারইয়ট পরিষেবাটি ২০২৪ সালের শুরুর দিকেই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

নগর উন্নয়ন ও দ্বীপ কর্মকর্তা আন্তোনি ভিভস বলেছেন, দ্বীপে বিলাসবহুল সময় কাটানোর অভিজ্ঞতাকে বদলে দেবে সিন্দালাহ। বিশ্বের আকাঙ্ক্ষিত ইয়টিং কেন্দ্রে পরিণত হবে সিন্দালাহ। ছয় মাস শীতের সূর্য দেখার এবং ভূমধ্যসাগরের বন্দর থেকে একদিনেরও কম সময়ে সমুদ্র ভ্রমণের সুযোগ তৈরি করবে। পর্যটন কেন্দ্রটি আয়েশি জীবনযাপনের সুয়োগ করে দেবে। নিওমের সামুদ্রিক ঘাটগুলোর ইয়টিং ইকোসিস্টেম পাওয়া যাবে। রোমাঞ্চকর ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে বিলাসবহুল বিচক্লাব, ইয়ট ক্লাব ও ৩৮ ধরনের খাবার। দ্বীপটিতে সর্বোচ্চ ৫০ মিটার দৈর্ঘ্যের ক্যাটারিং ও ৮৬টি সামুদ্রিক ঘাট অন্তর্ভুক্ত থাকবে।

১৮০ মিটার দৈর্ঘ্য পর্যন্ত মুরিং সুপারইয়টগুলোয় (জাহাজঘাট) অফশো কোম্পানির বয়া পাওয়া যাবে। পাশাপাশি পর্যটকদের বিশ্রামের জন্য ৩৩৩টি টপ-অ্যান্ড সার্ভিসড অ্যাপার্টমেন্টের এবং ৪১৩টি আল্ট্রা-প্রিমিয়াম হোটেল রুম থাকবে। ফলে লোহিত সাগরে এক অতুলনীয় অভিজ্ঞতা পাবে ভ্রমণ পিয়াসীরা। সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, ৮ লাখ ৪০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত সিন্দালাহ দ্বীপের গিগা প্রকল্পটি শেষ হলে পর্যটন খাতে অন্তত সাড়ে তিন হাজার লোকের কর্মসংস্থান হবে।

ভিভস বলেছেন, পর্যটন অভিজ্ঞতা বাড়ানোর অন্য নাম হয়ে উঠবে সিন্দালাহ। বিডব্লিউএ ইয়টিংয়ের সঙ্গে কাজ করার ফলে আমরা তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারব। বিনিময়ে তাদের অতুলনীয় ইয়টিং ইকোসিস্টেম উপহার দেয়া হবে। এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের সমুদ্র অর্থনীতির জন্য। আমরা বিশ্বকে সিন্দালাহে ভ্রমণের আমন্ত্রণ জানাই। পর্যটন কেন্দ্রটি সম্পর্কে আগে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বলেছেন, ‘এটি এমন একটি গন্তব্য হবে, যেখানে ভ্রমণকারীরা পানির নিচ কিংবা ওপর দুই দিক থেকেই নিওম ও সৌদির প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবে। সব মিলিয়ে সিন্দালাহ হবে বিলাসবহুল ভ্রমণের ভবিষ্যৎ।’

নভেম্বরে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের বৈশ্বিক অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় নিওমের প্রধান নির্বাহী নাদমি আল-নাসার বলেছিলেন, স্মার্ট সিটিতে ঝুলন্ত স্টেডিয়ামগুলো ভবিষ্যৎকে নতুন করে কল্পনা করতে সাহায্য করবে। এছাড়া নিওমের শিল্পনগরী অক্সাগন নিয়েও আশাবাদী সৌদি আরব। এটিরও বিশ্বমানের পর্যটন গন্তব্য হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দর্শনার্থীরা এখানে এসে দেখতে পারবেন ভবিষ্যৎ কেমন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com