বিমানের টিকিট বিক্রি নিয়ে কেউ কারসাজি করে কিনা, তা মনিটরিং করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম।
রোববার (৩০ জুন) কুর্মিটোলায় বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিমানের অলাভজনক রুটগুলো চিহ্নিত করা হবে এবং যেসব রুটে চাহিদা বেশি- সেখানে বেশি ফ্লাইট চালানোর পরিকল্পনা করা হচ্ছে। টিকিট নাই, কিন্তু বিমানের আসন ফাঁকা থাকে- এসব রোধে অনলাইনে টিকিট উন্মুক্ত করা হবে ও ডিজিটাল পদ্ধতিতে সমাধানে যাবে বিমান। পাশাপাশি টিকিট বিক্রি নিয়ে কেউ কারসাজি করে কিনা, তা মনিটরিং করা হবে।
২০৩৪ সালের মধ্যে বিমানে নতুন ৩২টি এয়ারক্রাফট যুক্ত করার কথাও জানিয়েছেন বিমানের নতুন এই ব্যবস্থাপনা পরিচালক।
নতুন বিমান কেনা প্রসঙ্গে তিনি বলেন, আপাতত এয়ারবাস থেকে বিমান কেনা হবে। পাশাপাশি বোয়িংয়ের প্রস্তাবও বিবেচনা করা হবে। এসময় বিমানের দুর্নীতি ও টিকিটের অনিয়ম রোধে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন তিনি।
Like this:
Like Loading...