রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

প্রথমবারের মতো সৌদির মাটিতে ইসরায়েলের যাত্রীবাহী উড়োজাহাজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

সৌদি আরবের মাটিতে প্রথমবারের মতো অবতরণ করেছে ইসরায়েলের এয়ারলাইনস শেশেলেসের এই উড়োজাহাজ। বৈদ্যুতিক সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে ১২৮ যাত্রী নিয়ে ইসরায়েলের বিমানটি জেদ্দায় জরুরি অবতরণ করে। অবতরণের এ সুযোগ দেওয়ার জন্য রিয়াদকে ধন্যবাদ জানিয়েছে তেল আবিব। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ থেকে নিজ দেশের নাগরিকদের নিয়ে দেশে ফিরছিল ইসরায়েলি উড়োজাহাজটি। তবে সৌদির আকাশে জরুরি অবতরণের অনুমতি চাইলে সুযোগ দেয় দেশটি। আর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ আগস্ট) সৌদি আবর থেকে তেল আবিবে উড়োজাহাজটি ফিরে যায়। এর আগে দেশটিতে জরুরি অবতরণ করে বিমানটি। সৌদির এমন সুযোগ দেওয়াকে সম্পর্কের উন্নতি হিসেবে দেখেছেন সংশ্লিষ্টরা। আর এ দুই দেশের মধ্যকার বৈরিতা কমাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমি ইসরায়েলি যাত্রীদের প্রতি সৌদি কর্তৃপক্ষের উষ্ণ মনোভাবের প্রশংসা করি। তারা দুর্দশায় ছিলেন। আমি ভালো প্রতিবেশীর প্রশংসা করি। তাদের ধন্যবাদ জানাই।’

সোমবার উড়োজাহাজটি জেদ্দায় অবতরণ করে। এরপর যাত্রীরা শহরের একটি হোটেলে রাত্রিযাপন করেন। পরে মঙ্গলবার একটি বিকল্প উড়োজাহাজে তারা তেলআবিবে ফিরে যান।

গত বছরের জুলাইয়ে সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলি উড়োজাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় রিয়াদ। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com