রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

পাসপোর্টের শক্তিতে ৯৬তম স্থানে উঠে এলো বাংলাদেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
পাসপোর্টের শক্তিতে ৯৬তম স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে বিশ্বের সব দেশের পাসপোর্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব এখন সিঙ্গাপুরের। ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের।

গতকাল মঙ্গলবার হেনলি পাসপোর্ট ইনডেক্সের প্রকাশিত তালিকায় এসব তথ্য উঠে এসেছে।তালিকায় দেখা যায়, গত পাঁচ বছর টানা শীর্ষস্থানে থাকার পর এবার তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছে জাপান। জাপানের পাসপোর্টধারীদের বিশ্বের ১৮৯টি রাষ্ট্রে ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ রয়েছে। তবে তৃতীয় স্থানে যৌথভাবে আরো রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।

এদিকে র‍্যাংকিংয়ে গত বছরের তুলনায় এগিয়ে গেছে ভারত। বর্তমানে ৮০তম স্থানে রয়েছে দেশটি এবং ভারতের সঙ্গে যৌথভাবে এই অবস্থানে আছে টোগো ও সেনেগাল। এই তিনটি দেশের পাসপোর্ট থাকা মানে ৫৭টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে। এক দশক আগে একবার শীর্ষস্থান অধিকার করা যুক্তরাষ্ট্রের অবস্থান এবার অষ্টম।

এ ছাড়া তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান (১০৩)। আফগানিস্তানের পাসপোর্টধারীরা ২৭টি রাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারবে। নিচের দিক থেকে র‍্যাংকিংয়ে আরো আছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া ও ইরাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com