শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

পর্যটন অর্থনীতি সমৃদ্ধির সুযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বৌদ্ধ ধর্র্মাবলম্বীদের অন্যতম উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’র ছুটি ছিল গত বৃহষ্পতিবার। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সব মিলিয়ে তিন দিনের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে দেশের পর্যটন স্পটগুলোতে। দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরতে গেছেন কয়েক লাখ মানুষ। আর ডলার সঙ্কট ও আকাশচুম্বি বিমান ভাড়া হওয়ায় ভ্রমণ পিপাসুরা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত ও নেপালকে বাদ দিয়ে সাধ ও সাধ্যের মধ্যে ভ্রমন পিপাসা মিটাতে দেশীয় পর্যটন কেন্দ্রগুলোতে আগ্রহী হচ্ছেন। আবার অনেকেরই পরিবার নিয়ে বিদেশে যাওয়ার সক্ষমতা না থাকায় দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ছে।

তাই দেশের পর্যটনকেন্দ্রগুলো প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে বাড়তি এক-দুই দিনের ছুটি পেলে এখন অনেকেই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ছেন। আবার একদল তরুণ আছেন, নতুন দর্শনীয় স্থান আবিষ্কারের নেশায় সারা বছরই দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ান।

পাশাপাশি দেশের জনসংখ্যা বেশি হওয়ায়ও মানুষের এই ঘুরতে যাওয়ার প্রবণতা কাজে লাগিয়ে দেশীয় পর্যটনশিল্প এখন ক্রমেই বাড়ছে। তবে খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের অনেক পর্যটনকেন্দ্রেই পর্যাপ্ত অবকাঠামো সুযোগ-সুবিধা নেই। আবার যেখানে অবকাঠামো তৈরি হচ্ছে, সেখানে পরিকল্পিত উপায়ে কাজ হচ্ছে না।

অপরিকল্পিত অবকাঠামোর সবচেয়ে বড় উদাহরণ কক্সবাজার। অতিরিক্ত পর্যটকের ভারে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যও হুমকির মুখে। একই অবস্থা তৈরি হয়েছে সুন্দরবন, কুয়াকাটা, সিলেটের রাতারগুল, জলারবনসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে। আবার বিভিন্ন পর্যটনকেন্দ্র পর্যন্ত যাওয়ার যোগাযোগব্যবস্থাও ভালো নয়। যদিও সরকারিভাবে দেশে পর্যটনশিল্পের প্রসারে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ পর্যটন বোর্ড কাজ করছে।

কিন্তু বিশ্লেষকদের মতে, দেশজুড়ে ছড়িয়ে থাকা পর্যটনকেন্দ্র এবং এগুলোর অবকাঠামো উন্নয়নে ১৭টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১০ সালে তৈরি জাতীয় পর্যটন নীতিমালায় এ বিষয়ে সমন্বয়ের কথা বলা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com