শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

নিউইয়র্ক সিটির স্কুলে এ্যাসিস্ট্যান্ট শিক্ষক হচ্ছে রোবট

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে শিক্ষকের সহকারী হিসাবে কাজ করবে রোবট।  ইতিমধ্যেই তিনটি হাইস্কুলে পাইলট প্রোগ্রাম হিসাবে এই কর্মসূচী শুরু হয়েছে এবং এর ফলাফল ইতিবাচক বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশন সম্প্রতি মাইক্রোসফট কর্পোরেশনের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টিচিং এ্যাসিস্ট্যান্ট তৈরির চুক্তি স্বাক্ষর করেছে। হাইস্কুল শিক্ষার্থীদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবট।

উল্লেখ্য, গত বছর ল্যাপটপে চ্যাটজিপিটি এ্যাপ ব্যবহার শিক্ষার্থীদের জন্য উপযোগী হবে কিনা এ নিয়ে বিতর্ক চালু হলে নিউইয়র্ক সিটির স্কুলের ক্লাসরুমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ্যাপ নিষিদ্ধ করা হয়। তখন শিক্ষক, অভিভাবক এবং ডিপার্টমেন্ট অব এডুকেশনের কর্মকর্তারা আশংকা করেছিলেন যে চ্যাটজিপিটির অপব্যবহার হবে।

কিন্তু নিষিদ্ধ করার ৮ মাসের মধ্যে ডিপার্টমেন্ট অব এডুকেশনের কর্মকর্তাদেন সিদ্ধান্ত সম্পূর্ণ পাল্টে যায় বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিস্তৃতি দেখে। ডিপার্টমেন্ট অব এডুকেশনের চ্যান্সেলর ডেভিড ব্যাংকস দ্রæত তার সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়ে বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শক্তি ও ক্ষমতা সম্পর্কে তিনি সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেন, পৃথিবী যেদিকে ধাবমান, সেই সঠিক পথ থেকে আমরা মুখ ঘুরিয়ে রাখতে পারি না।

নিউইয়র্ক সিটির এডুকেশন ডিপার্টমেন্টের চিফ প্রোডাক্ট অফিসার জিশান আনোয়ার এবং ডিজিটাল লার্নিং ইনিশিয়েটিভসের ডিরেক্টর ট্যারা ক্যারোজা জানান, ক্লাউড-ত্তিক প্লাটফর্ম থেকে মাইক্রোসফট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত চ্যাটজিপিটি রোবট তৈরি করেছে। এই রোবটের ব্রেইনকে এমনভাবে ফাইন-টিউন করা হয়েছে যাতে তা একজন ব্যক্তির যাবতীয় প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়। জিশান আনোয়ার বলেন, আমরা চাই প্রতিটি ক্লাসরুমে এই রোবট থাকবে শিক্ষককে সহায়তা করার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com