আর্থিক ক্ষতির মুখে ২০১৫ সালে বন্ধ হয়ে যায় রোম-ঢাকা-রোম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। টিকিট সিন্ডিকেটের কারণেই এ আর্থিক ক্ষতির মূল কারণ বলে মনে করা হয়। তবে দীর্ঘ নয় বছর পর ইতালি প্রবাসীদের দাবির মুখে চলতি বছরের মার্চ থেকে ফের এ রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান।
গত সাত মাসে দেশটিতে ৮৬টি ফ্লাইটে ১৭ হাজারেরও বেশি যাত্রী বহন করে সংস্থাটি। তবে প্রবাসীদের অভিযোগ, এখনও থেমে নেই টিকিট সিন্ডিকেট। এতে আবারও এ রুটটি বন্ধের আশঙ্কা করছেন তারা।
প্রবাসী বাংলাদেশিরা জানান, এর আগেও সিন্ডিকেটের কারণে রুটটি বন্ধ হয়ে গিয়েছিল। এবারও সে দিকেই যাচ্ছে পরিস্থিতি। টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য ফের বাড়ছে।
তবে জড়িতদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। তিনি বলেন, অভিযোগ পেলে বাংলাদেশে বিমান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, বাংলাদেশ বিমানের গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ) কর্মকর্তারা জানান, কম খরচে রোমের আশপাশের শহর থেকে যাত্রী এনে ঢাকায় পাঠানো হচ্ছে। রোমের আশপাশের শহর থেকে তারা যাত্রীদের অল্প ভাড়ায় এনে ঢাকায় পাঠাচ্ছেন। মাত্র ১২০ থেকে ১৫০ ইউরোতে এ সুযোগ পাচ্ছেন যাত্রীরা; এতে তারা বিমানের প্রশংসাও করছেন।
আর ইতালি প্রবাসী বাংলাদেশিরা জানান, অল্প ভাড়ায় আসা-যাওয়া করা যাচ্ছে; খাবারসহ অন্যান্য সেবার মানও অনেক উন্নত।
উল্লেখ্য, রোম-ঢাকা-রোম রুটে ইকোনমিক ক্লাসে ভাড়া ৬৬০ ইউরো; কিন্তু বিজনেস ক্লাসে ১৫০০ ইউরো ভাড়া রাখায় যাত্রী পাওয়া যাচ্ছে না। ইতালির অন্যান্য শহর থেকে একই টিকিটে বাংলাদেশিরা কানেক্টিং ফ্লাইটে ঢাকায় যাওয়া-আসার সুযোগ পাচ্ছেন।