রেকর্ড মুনাফার পূর্বাভাস দিয়েছে টোকিও ডিজনিল্যান্ড ও ডিজনি সি থিম পার্ক কর্তৃপক্ষ। দর্শনার্থীদের উচ্চ ব্যয় এ মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
এ দুটি পার্ক পরিচালনা করে ওরিয়েন্টাল ল্যান্ড। কোম্পানিটি মুনাফার পূর্বাভাস ৯৭ কোটি ৯০ লাখ ডলারে উন্নীত করেছে। এটি প্রায় ৩২ শতাংশ বৃদ্ধি। ওরিয়েন্টাল ল্যান্ড তাদের লভ্যাংশ শেয়ারপ্রতি ২ ইয়েন বাড়িয়েছে। দর্শনার্থীপ্রতি ব্যয় ৫৯৩ থেকে বেড়ে ১৬ হাজার ৬২৩ ইয়েনে পৌঁছার পূর্বাভাস দেয়া হয়েছে। ডিজনিল্যান্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী বিক্রি বাড়তে সহায়তা করেছে।
অক্টোবরে প্রাপ্তবয়স্ক টিকিটের দাম ১ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার ৯০০ ইয়েনে উন্নীত করা হয়েছে। চলতি বছর এপ্রিল-সেপ্টেম্বরের মধ্যে পার্কে দর্শনার্থী ৪০ শতাংশ বেড়ে ১ কোটি ২৫ লাখ হয়েছে।
এপ্রিল-সেপ্টেম্বরে বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ এবং পরিচালন মুনাফা দ্বিগুণ হয়েছে। নিট মুনাফা বেড়েছে ১১০ শতাংশ। ওরিয়েন্টাল ল্যান্ড ২০২৫ সালের মার্চ পর্যন্ত ব্যবসায়িক পরিকল্পনা সংশোধন করেছে।
প্রতিষ্ঠানটি এখন ২০২৫ সাল নাগাদ ১৬ হাজার কোটি ইয়েন পরিচালন মুনাফা আশা করছে।