পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। কিন্তু এই দূরত্বে বদল আসছে। চাঁদ পৃথিবী থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে।
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। কিন্তু এই দূরত্বে বদল আসছে। চাঁদ পৃথিবী থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। এমনটা যে হচ্ছে, তা কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। তবে সম্প্রতি এ নিয়ে নতুন করে গবেষণা হয়েছে। উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছেন।
আসলে ৯ কোটি বছরের পুরনো ভূতাত্ত্বিক এক গঠন নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তাতে দেখা গিয়েছে, পৃথিবী থেকে চাঁদের ধীরে ধীরে সরে যাওয়ার উল্লেখযোগ্য প্রভাব পড়ে পৃথিবীর উপর। বিশেষ করে পৃথিবীর দিনের দৈর্ঘ্যের উপর।
এটা প্রমাণিত যে, একটু একটু করে দূরে সরে যাচ্ছে চাঁদ। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে আমাদের একমাত্র উপগ্রহটি। পৃথিবী থেকে চাঁদের এই দূরে চলে যাওয়ার কারণেই বেড়ে যাবে দিনের দৈর্ঘ্য। চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতি কমে এবং দিনের দৈর্ঘ্য বাড়ে।
তবে এমনটা হতে-হতে আরও ২০ কোটি বছর সময় লাগবে! মহাজাগতিক সময়ের নিরিখে এই ২০ কোটি বছর অবশ্য কোনও সময়ই নয়।
বিজ্ঞানীরা দেখিয়েছেন, বহু-বহু আগে, আদিম কালে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য অনেকটাই কম ছিল। আজ থেকে ১৪০ কোটি বছর আগে মাত্র ১৮ ঘণ্টাতেই দিন হত!