এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সহ সভাপতি কাজী জুনায়েদ হোসেন, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ সংগঠনের অন্য নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ‘চ্যানেল আই’ ও ‘প্রবাস বাংলা ভয়েস’।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ। তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন।
এসময় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, আমাদের এ আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করতে বাংলাদেশ থেকে আসছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, জনপ্রিয় ফোক শিল্পী লাভলী দেব, তরুণ প্রজন্মের বালাম, মুজা, ক্রোনেজ ব্যান্ড এবং ক্যালগেরির স্বনামধন্য কায়া ব্যান্ড।
প্রবাসের মাটিতে তারা তুলে ধরবেন আশি এবং নব্বই দশকের বিখ্যাত সব গান। অন্যদিকে তরুণ প্রজন্মের শিল্পীরা তুলে ধরবেন সমসাময়িক কালের জনপ্রিয় গানগুলো।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠানে ভালোবাসার রং, আড্ডার রং, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালোবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠবে প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রবাস জীবনে বাঙালিদের মধ্যে এ আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে বলে আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আলবার্টা সরকারের প্রধানমন্ত্রী ডানিয়েল স্মিথসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরাও উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।