সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

উড়ন্ত ট্যাক্সি চালু করবে আবুধাবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

স্মার্ট পরিবহন ব্যবস্থার পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত। এর অংশ হিসেবে ২০২৬ সাল থেকে আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি।

এ বিষয়ে আর্চার এভিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আবুধাবি ইনভেস্টমেন্ট অফিস (এডিআইও)। ট্যাক্সিগুলো প্রতি ট্রিপে চারজন যাত্রী নিয়ে রওয়ানা করবে। এজন্য প্রয়োজনে ভর্তুকির ব্যবস্থা করবে এডিআইও।

কল্পবিজ্ঞান সিনেমায় দেখা যায়, মাটি থেকে কয়েকশো ফুট উঁচুতে অবলীলায় উড়ে চলেছে অসংখ্য গাড়ি। কিন্তু সত্য়িই কি এটা বাস্তবে হতে পারে? তেমন স্বপ্নই দেখছে টয়োটা, উবের, হুন্ডাই, এয়ারবাস, বোয়িংয়ের মতো সংস্থাগুলি। তবে এই মুহূর্তে এই ধরনের গাড়ির পরিষেবা শুরু করতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে চিনা সংস্থাই। কী এই উড়ন্ত ট্যাক্সি? আসলে এই ট্যাক্সি উড়ন্ত গাড়ি- বলা যায় বাণিজ্যিক ছোট হেলিকপ্টার। ছোট ছোট চলাচল এই ট্যাক্সিতেই সেরে ফেলে সম্ভব।

জানা যাচ্ছে, এই ধরনের গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভূপৃষ্ঠ থেকে ১ হাজার মিটার উচ্চতায় উড়তে পারে এই ট্যাক্সি।

তবে এই ধরনের ট্যাক্সির পরিষেবা যথেষ্ট চ্যালেঞ্জেরও। কেননা এই ধরনের গাড়ি সহজেই হ্যাকারদের কবলে পড়তে পারে। পাশাপাশি খরচও আকাশছোঁয়া। কাজেই পরিষেবা শুরু হলেও আমজনতার একেবারে নাগালের বাইরেই থাকবে উড়ন্ত ট্যাক্সি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com