ইউরোপের ষষ্ঠ অর্থনীতির দেশ পোল্যান্ডে কর্মজীবী মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। আগামী চার দশকে কর্মজীবীর সংখ্যা কমে যেতে পারে এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশের বেশি। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, যথাযথ ব্যবস্থা না নেয়া হলে ২০৬০ সালের মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। এতে করে ৬৮৮ বিলিয়ন ডলারের অর্থনীতির এই দেশটি পড়ে যাবে বেকায়দায়। দুই কোটি ২২ লাখ কর্মজীবীর দেশটিতে আগামী চার দশকে কর্মক্ষম বাসিন্দার সংখ্যা কমে যেতে পারে ৭১ লাখ। খবর দ্য ইকোনমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, শ্রমবাজারে ভয়াবহ এই ধস সামাল দিতে পারে একমাত্র ব্যাপক সংখ্যক অভিবাসীকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে। আর অবশ্যই এই অভিবাসীরা হতে হবে বৈচিত্রপূর্ণ বা ভিন্ন সংস্কৃতির। তারা হতে পারেন এশিয়া অথবা আফ্রিকা থেকে আসা অভিবাসী। শুধুমাত্র ইউরোপের দেশগুলোর অভিবাসী দিয়ে এমন শূন্যতা যথাযথভাবে পূরণ করা যাবে। নতুন অভিবাসীদের হতে হবে সাংস্কৃতিক দিকে থেকে অনেক বেশি বৈচিত্রপূর্ণ এবং তাদের হতে হবে ইউরোপের বাইরের দেশের নাগরিক।
অক্টোবরে দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে অন্যতম একটি ইস্যু হচ্ছে অভিবাসী। ক্ষমতাসীন দলটি ল অ্যান্ড জাস্টিস পার্টি অভিবাসন বিরোধী। তাদের এমন নীতির ফলে দেশটির শ্রমবাজার, অর্থনীতি যে ভয়াবহ সঙ্কটের মুখে পড়ছে তা থেকে বেরিয়া আসার প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধী দলগুলো। দেশটির পাঁচ শতাংশ বা ২০ লাখের বেশি মানুষ অভিবাসী।