শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

আমেরিকার কলেজ থেকে স্নাতক হলেই মিলবে গ্রিন কার্ড

  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
মার্কিন কলেজ থেকে স্নাতক হওয়া বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দিতে আগ্রহী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অভিবাসীদের তীব্র বিরোধী হিসাবেই পরিচিত ট্রাম্প। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসী ইস্যু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এহেন পরিস্থিতিতে একটি পডকাস্টে বিদেশি পড়ুয়াদের নিয়ে কথা বলেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, ‘মার্কিন কলেজ থেকে কেউ স্নাতক হলে তার দেশে থাকা উচিত। এটা খুবই দুঃখজনক যে আমরা হার্ভার্ড, এমআইটির মতো সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় পড়ুয়াদের হারাই। ডিপ্লোমা অনুসারে তাদের স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড পাওয়া উচিত।’

ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে তিনি অভিবাসন নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যা সিলিকন ভ্যালি এবং অন্যান্য প্রযুক্তি হাবগুলোতে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারে। তার মতে, এই পদক্ষেপ প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়ক হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। যদিও ট্রাম্প এবং তার মিত্ররা প্রায়শই বলেন যে তারা অবৈধভাবে প্রবেশকারী এবং আইনগতভাবে প্রবেশকারীদের মধ্যে পার্থক্য বোঝেন ।

তবে তার প্রশাসনের সময়, ট্রাম্প পারিবারিক-ভিসা এবং ভিসা লটারি প্রোগ্রামের মতো আইনি অভিবাসন রোধেরও প্রস্তাব করেছিলেন। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার ঠিক পরে, তিনি “আমেরিকানদের কাজে রাখুন ” এই আদেশ জারি করেন, মন্ত্রিপরিষদের সদস্যদের নির্দেশ দেন যাতে আমেরিকান কর্মীদের সুরক্ষার জন্য ব্যবসায়িক ভিসা শুধুমাত্র সর্বোচ্চ বেতনপ্রাপ্ত বা সর্বাধিক দক্ষ বিদেশি আবেদনকারীদের দেওয়া হয়।

সেখান থেকে হঠাৎ ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট পদের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাকারী ট্রাম্প বলেছেন, “আমি যেটা করতে চাই- সেটা এরকম হবে। কেউ যদি আমেরিকার কলেজ থেকে ডিগ্রি লাভ করে তাহলেই গ্রিন কার্ড দেওয়া হবে ওই পড়ুয়াকে। সেই গ্রিন কার্ড ব্যবহার করে আমেরিকায় থাকতে পারবেন বিদেশি পড়ুয়ারা। এমন অনেক ঘটনা শুনেছি যে বিদেশ থেকে আমেরিকায় পড়তে আসা পড়ুয়ারা এখানে থেকে যেতে চেয়েছেন। মার্কিন সংস্থাগুলোয় কাজ করে সেখানকার উন্নতি করতে চেয়েছেন, কিন্তু পারেননি। বিশেষত ভারত এবং চীনের পড়ুয়ারা। ‘ ট্রাম্পের এই পরিকল্পনা কার্যকর হলে প্রচুর মেধাবী বিদেশি ছাত্রছাত্রী যুক্তরাষ্ট্রে থাকার এবং তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com