জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘অসমর্থ ও অসুস্থ ব্যক্তিকে সিআরপিসির ৪৯৭ ধারা অনুযায়ী পরিবারের জিম্মায় জামিন দিতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আনোয়ার হোসেন মঞ্জু একজন ৮২ বছর বয়স্ক ব্যক্তি, তিনি অসুস্থ। তাই জিজ্ঞাসাবাদ শেষে ধানমন্ডি থানার ওসি তাঁর মুচলেকা রেখে জামিনে ছেড়ে দিয়েছে। প্রয়োজন হলে তাঁকে আবার ডাকা হবে।’
এর আগে বিকেলে আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে বলে জানানো হয়।
আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী। এর আগে তিনি যোগাযোগমন্ত্রী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন। তবে গত জানুয়ারির নির্বাচনে তিনি জিততে পারেননি।