ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পর্যটকদের প্রিয় ইতালির অন্যতম রঙিন শহর পোর্টোফিনো তাদের ভ্রমন স্পটগুলোতে পর্যটকদের ছবি তোলা থেকে বিরত রাখতে নো-ওয়েটিং জোন চালু করেছে। এসব স্থানে সেলফি তোলার জন্য পর্যটকদের গুনতে হতে পারে ২৭৫ ইউরো বা প্রায় ৩২ হাজার টাকা পর্যন্ত জরিমানা।
পোর্টোফিনোর মেয়র মাত্তেও ভায়াকাভা জানান, পর্যটকরা রাস্তা অবরোধ ছবি তুলতে থাকে যার ফলে শহরে যানজটের সৃষ্টি হয়। ফোর্বসের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সেলফিপ্রেমীদের কাছে ইনস্টাগ্রামে বিখ্যাত হওয়া দুটি মনোরম স্থানের জন্য এই জরিমানা প্রযোজ্য হবে।
চলতি মাসের ইস্টার সপ্তাহ থেকে শহরটিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে, যা অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এর আগেও ইউনাইটেড স্টেটস, ফ্রান্স এবং যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের নির্দিষ্ট কিছু স্থানে এধরণের জরিমানার নিয়ম চালু রয়েছে।