সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

পাওয়া গেল গহীন জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজ

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

অতি গহন জঙ্গল। সেখানে প্রবেশ করাই কঠিন। সেই জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার খোঁজ আকাশ পথে পেলেন বিজ্ঞানীরা। যা হয়তো ইতিহাস বদলে দিতে পারে।

মায়া সভ্যতার কথা অনেকেরই জানা। দক্ষিণ আমেরিকার এই প্রাচীন সভ্যতার ভীত এতটাই শক্তিশালী ছিল যে তা রমরমিয়ে তাদের দাপট চালিয়ে যায় শতকের পর শতক ধরে। সাধারণভাবে গহন অরণ্যের মধ্যে তৈরি হত মায়া সভ্যতার প্রাচীন বসতি।

তেমনই এক গহন জঙ্গলের মধ্যে প্রায় ২ হাজার বছর আগে মায়া সভ্যতার একটি জনবসতি গড়ে উঠেছিল। কিন্তু সেকথা কারও জানা নেই।

গুয়াতেমালার এই গহন অরণ্যে ঢোকাই দায়। এতটাই ঘন সে জঙ্গল। সেই জঙ্গলের ওপর আকাশপথে পাক খাচ্ছিলেন বিজ্ঞানীরা। প্রযুক্তির সাহায্য নিয়ে চলছিল জঙ্গলে লুকিয়ে থাকা কোনও অজানা তথ্যের খোঁজ। যা চালানো হচ্ছিল এক বিশেষ ধরনের লেজার ব্যবহার করে। যাকে বলা হচ্ছে লাইডার।

এই অত্যাধুনিক লেজার দিয়ে জঙ্গলের মধ্যের মাটিরও তলায় কি আছে তার খোঁজ চালানো হচ্ছিল। আর তা করতে গিয়েই আচমকা আকাশপথেই বিজ্ঞানীরা দেখেন জঙ্গলের মাঝে এক জায়গায় মাটির তলায় রয়েছে বাড়িঘর। যা মাটির তলায় চাপা পড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com