রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

যেখানে সূর্য উঠবে না ৬৫ দিন

  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

যদি আপনি রাত ভালোবাসেন, তাহলে ঘুরে আসতে পারেন আলাস্কার উকইয়াকবেক শহর থেকে। সেখানে আগামী দুই মাস সূর্য উঁকি দেবে না!

২০১৬ সাল পর্যন্ত শহরটির নাম ছিল বেরো। পরে ভোট করে পুরোনো উকইয়াকবেক নামেই ফিরে গেছে সেখানকার মানুষ। শহরটির জনসংখ্যা চার হাজার। গত রোববার সেখানে শেষবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা গেছে।

রোববার শহরটিতে দুপুর ১টা ৪৩ মিনিটে সূর্য ডুবে যায়। আবার সেখানে সূর্য উঠবে আগামী বছরের ২৩ জানুয়ারি। প্রতি বছরের মতো এবারও উকইয়াকবেকবাসীকে অপেক্ষা করতে হবে ৬৫ দিন।

সিএনএনের আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, যেসব স্থানে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সূর্যোদয় হয় না, সেসব এলাকায় ‘পোলার নাইট’ একটি প্রচলিত পরিভাষা।

জোনস বলেন, ‘এটি প্রতি বছরই ঘটে। আপনি যদি আর্কটিক সার্কেলের ওপরের দিকে বসবাস করেন, তাহলে শীতকালে সূর্যবিহীন একটি দিন অবশ্যই পাবেন। তবে ভালো খবর হচ্ছে, গ্রীষ্মকালে কিন্তু এই অবস্থা পুরোপুরি উল্টো, সেসময় সূর্য কয়েকদিনের জন্য অস্ত যায় না।’

আলাস্কার আরও কয়েকটি শহরও ‘পোলার নাইট’ পাবে। উকইয়াকবেক সবচেয়ে উত্তরের শহর হওয়ায়, সেখানে ‘পোলার নাইট’ এসেছে আগেভাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com