রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

পুরুষ সঙ্গী ছাড়াই সৌদি ভ্রমণ ও ওমরাহ করতে পারবেন নারীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

ওমরাহ ও পর্যটনের জন্য ঢেলে সাজানো হয়েছে সৌদি আরবকে। এখন থেকে নারীরা পুরুষ সঙ্গী ছাড়াই সৌদি আরবে ওমরাহ ও ভ্রমণ করতে পারবেন, এ তথ্য জানালেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া।

বৃহস্পতিবার (২৪ সকালে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নুশুক অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ড. তাওফিক আল-রাবিয়া বলেন, নুশুক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ অনলাইনে ভিসা আবেদন, হোটেল ও ফ্লাইট বুকিংসহ সকল কাজ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ‍্যমে আরও বেশি পর্যটক সৌদি ভ্রমণ করবে। তাদের ভ্রমণ আনন্দদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ওমরাহ পালনের পাশাপাশি মক্কা-মদিনার ঐতিহাসিক স্থানেও যাওয়া যাবে।

এদিন, বিআইসিসিতে সৌদি আরবের বিভিন্ন হোটেল ট্রান্সপোর্ট ও পর্যটন সেবা দানকারী প্রতিষ্ঠানের স্টলের মাধ্যমে দেশটিতে ভ্রমণকারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com