শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

কানাডায় চালু হচ্ছে বাংলাদেশি মালিকানায় প্রথম থ্রি-স্টার হোটেল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
কানাডায় প্রথম বারের মতো বাংলাদেশি মালিকানায় প্রথম থ্রি-স্টার হোটেল চালু হচ্ছে। সাসকাচুয়ান প্রোভিন্সের এয়ারপোর্টের অদূরে এই হোটেলের নাম- ‘Saskatoon Inn & Conference Centre’। এই আভিজাত্য ইকো-প্রত্যয়িত হোটেলের আশেপাশে রয়েছে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, সাস্কটেল সেন্টার, সাসকাটুন ইন রামাদা গলফ ডোম, সাসকাটুন শ্যুটিং ক্লাবের মত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
গত মাসে এই চুক্তির সময় উপস্থিত ছিলেন কানাডাস্থ হাই কমিশনার ড খলিলুর রহমান, কনসুলার জেনারেল লুৎফর রহমান, বাংলাদেশ-কানাডা পার্লামেন্ট ফ্রেন্ডশীপ কমিটির চেয়ারপার্সেন ব্রাড রেড কফ, এম পি এবং শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ। এই হোটেলের মালিক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ হাসান, আরিফ রহমান এবং কামান নাশিস দেব।


উল্লেখ্য, বাংলা বিজনেস চেম্বার অফ কানাডার জেনারেল সেক্রেটারি জনাব হাসান সম্প্রতি আমেরিকা হতে প্রকাশিত বিজনেস আমেরিকা ম্যাগাজিন-এ ১০০ জন ব্যবসায়ীর তালিকাভূক্ত হয়েছেন।

জনাব হাসান ইত্তেফাককে জানান, কানাডা বিশ্বের অন্যতম সেরা পর্যটনের দেশ। সেই বিবেচনায় আমরা সাফল্যতার সাথে বালাদেশি ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করবো।

 

কনসুলার জেনারেল লুৎফর রহমান জানান, আমাদের সাসকাচুয়ান সফর সব দিক দিয়েই সফল। হোটেলের বিষয়টি ছাড়াও কানাডা-বাংলাদেশ দুই বন্ধুপ্রতীম দেশের দ্বিপাক্ষিক বিষয় এই সফরের অন্তর্ভূক্ত ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com