শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

পর্যটন খাতের উন্নয়নে করণীয় নিয়ে ট্যুরিস্ট পুলিশের সেমিনার

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পর্যটন খাতের উন্নয়নে করণীয় বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ট্যুরিস্ট পুলিশের আয়োজনে বুধবার সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানসহ এ খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, সেমিনারে নারায়ণগঞ্জের পর্যটন স্পটগুলোর উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার বিষয়ে সবাই নানারকম পরামর্শ দেন। তারা বিভিন্ন সুবিধাুঅসুবিধা তুলে ধরে ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তোলার কথা বলেন। বক্তারা বলেন, টেকসই পর্যটন খাত গড়ে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়ন করা যাবে।

সেমিনারে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা (প্রশাসন ও অর্থ), সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের উপপরিচালক রবিউল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com