বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

আইফেল টাওয়ার থেকে প্যারাসুট নিয়ে লাফ, গ্রেপ্তার পর্বতারোহী

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
প্যারিসে প্যারাসুট নিয়ে আইফেল টাওয়ার থেকে লাফ দেওয়ার পর এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ ও স্মৃতিস্তম্ভের পরিচালনাকারী সংস্থা জানিয়েছে।

জানা যায়, লোকটি একজন অভিজ্ঞ পর্বতারোহী। তিনি আইফেল টাওয়ার সবার জন্য উন্মুক্ত হওয়ার নির্ধারিত সময়ের বেশ আগে, স্থানীয় সময় ভোর ৫টার পর সেখানে প্রবেশ করেন।

আইফেল টাওয়ারের পরিচালনাকারী সংস্থা সিতির মতে, নিরাপত্তারক্ষীরা লোকটিকে দ্রুত শনাক্ত করেন।

কিন্তু কেউ তাকে থামানোর আগেই তিনি তার কাঁধের ব্যাগে প্যারাসুটটি নিয়ে টাওয়ারের শীর্ষে পৌঁছে যান। ৩৩০ মিটার উঁচু কাঠামোটির শীর্ষের কাছে গিয়ে তিনি লাফ দেন। পরে কাছাকাছি একটি স্টেডিয়ামে অবতরণ করলে সেখান থেকে তাকে অন্যদের জীবন বিপন্ন করার দায়ে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।সিতি এক বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ টাওয়ারে বা নিচে কাজ করা লোকদের বিপদে ফেলে।

আইফেল টাওয়ার হলো ফরাসি রাজধানীর শীর্ষ পর্যটন স্পট। ২০২২ সালে সেখানে ৫.৯ মিলিয়ন পর্যটক ভিড় করেছিল। টাওয়ারটি সাধারণত সকাল ৯টায় সবার জন্য খুলে দেওয়া হয়। তবে এদিন এ ঘটনার কারণে কিছুটা বিলম্বিত হয়।

গ্রেপ্তারকৃত লোকটির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে বলে সিতি জানিয়েছে।এর আগে গত সপ্তাহে বোমা সতর্কতায় আইফেল টাওয়ার একই দিনে দুইবার ফাঁকা করা হয়েছিল। এ ছাড়াও সোমবার গভীর রাতে দুই মদ্যপ মার্কিন পর্যটককে টাওয়ারে ঘুমোতে দেখা গেছে। তারা আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে সেখানে প্রবেশ করেছিলেন।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com