শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিমানের বাথরুমে পাইলটের মৃত্যু, জরুরি অবতরণ করলেন সহকারী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
বাথরুমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিমানচালক। আপৎকালীন পরিস্থিতিতে সহকারী পাইলটের চেষ্টায় বিমানটি জরুরি অবতরণ করল। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলির উদ্দেশে উড়ে যাওয়া বিমানটিতে ছিলেন ২৭১ জন যাত্রী। তবে নির্বিঘ্নেই বিমানবন্দরে নেমেছে বিমানটি।

সুস্থ ও নিরাপদেই বিমান থেকে নেমেছেন যাত্রীরাও।জানা যায়, গত রবিবার নির্ধারিত সময়েই মায়ামি বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন ইভান আন্দাউর। কিন্তু বিমান ছাড়ার পর হঠাৎই অস্বস্তিবোধ হয় তার।

মাঝ আকাশে বিমানচালনার ভার সহকারী পাইলটকে দিয়ে বাথরুমে যান তিনি। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্যাপ্টেন। সঙ্গে সঙ্গে বিমানটিকে পানামার টকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে বিমানটি নামার পর চিকিৎসকদের একটি দল ক্যাপ্টেনের শারীরের পরিস্থিতি খতিয়ে দেখে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।সোমবার সংশ্লিষ্ট বিমান সংস্থা লাটাম এয়ারলাইনসের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, মায়ামি থেকে চিলির রাজধানী সান্তিয়াগো যাওয়ার পথে পানামায় জরুরি ভিত্তিতে অবতরণ করে বিমানটি। বিমানটিতে মোট তিনজন পাইলট থাকলেও অভিজ্ঞতা ও দক্ষতার নিরিখে অগ্রগণ্য ছিলেন ক্যাপ্টেন ইভানই। তাকে প্রাণে বাঁচানোর যাবতীয় চেষ্টা করেও বাঁচানো যায়নি বলে দুঃখ প্রকাশ করে সংস্থাটি।

বিমান সংস্থার একটি সূত্র থেকে জানা গেছে, ২৫ বছর ধরে বিমান চালাচ্ছিলেন ৫৬ বছর বয়সী এ ক্যাপ্টেন।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার পানামা থেকে আবার সান্তিয়াগোর উদ্দেশে রওনা দেয় বিমানটি।সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com