:max_bytes(150000):strip_icc():focal(599x0:601x2)/shakira-lewis-hamilton-2-0512-47840683655c45fca9c75c351e3e21f9.jpg)
একটি মিডিয়া আউটলেট দাবি করেছে, সপ্তাহান্তে মোটর রেস ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স শেষে শাকিরা ও হ্যামিল্টনকে একসঙ্গে হতে দেখা গেছে। কথিত প্রেমিক হ্যামিল্টনের রেস দেখতে ময়দানে হাজির ছিলেন শাকিরা। দুজনই আপাতদৃষ্টিতে স্পষ্ট করে দিয়েছেন যে একে অন্যের প্রতি দুর্বল এবং তাদের রোমান্সের গুজবকে উসকে দিয়ে একসঙ্গে গোপন সময় কাটাচ্ছেন। একে অন্যের সঙ্গ উপভোগ করছেন এই জুটি।
সেই সূত্র আরো জানায়, শাকিরা একটি দুর্দান্ত সময় কাটাচ্ছেন বলে মনে হচ্ছে।
সূত্র : দ্য সান