রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

বিমান ‘খুব ভারী’ হওয়ায় ১৯ যাত্রীকে রানওয়েতে নামিয়ে উড়ল প্লেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

যুক্তরাজ্যভিত্তিক এয়ারলাইন্স ‘ইজিজেট’ ল্যানজারোট থেকে লিভারপুল যাওয়ার আগে ফ্লাইট থেকে ১৯ জন যাত্রীকে নামিয়ে দিয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল এটি ‘উড্ডয়নের জন্য খুব ভারী’।

এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটে গত ৫ জুলাই। খারাপ আবহাওয়া এবং বিমানের ওজনের কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছিল। বিমানটির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে টেক অফ করার কথা ছিল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাইলট বলছেন, আজ এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আজ অনেকেজন হওয়ায় প্লেনটি বেশ ভারী হয়ে গেছে এবং বাইরের আবহাওয়া খুব একটা মসৃণ নয়। এর মানে হলো, এখানে ল্যানজারোটে বর্তমানের পরিবেশগত অবস্থার সাথে বিমানটি প্রস্থান করার জন্য খুবই ভারী।

পাইলট জানান, বাতাসের অবস্থা এবং সকলের নিরাপত্তার জন্য এর কোনো বিকল্প ছিল না। এই ধরণের সমস্যা সমাধানের একটি উপায় হলো প্লেনটিকে কিছুটা হালকা করা। এরপর তিনি ২০ জন যাত্রীকে প্লেন থেকে নেমে যেতে এবং আজ রাতে লিভারপুলে না যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। পাইলট আরও ঘোষণা করেন, নেমে যাওয়া প্রতিটি যাত্রীকে ৫০০ ইউরো (৬০ হাজার টাকা) পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।

ইজিজেটের একজন মুখপাত্র বলেছেন, ১৯ জন যাত্রী অবশেষে স্বেচ্ছায় ফ্লাইট থেকে নেমে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com