রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন ২টি ফ্লাইট চালাবে থাই এয়ারওয়েজ

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককে  প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে দেশটির এয়ারলাইন থাই এয়ারওয়েজ। ১৬ জুলাই থেকে সপ্তাহে ৭টি থেকে বাড়িয়ে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। সোমবার (১০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য জানায় বাংলাদেশে থাই এয়ারের জেনারেল সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সি লিমিটেড।

অনুষ্ঠানে এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ঢাকা টু ব্যাংকক রুটে আগে প্রতিদিন ফ্লাইট থাকলেও ডাবল ফ্লাইট ছিল না। থাই এয়ারওয়েজে হালাল খাবারের ব্যবস্থা আছে। এছাড়া যেকোনও যাত্রী কী কী খাবার খেতে চান, সেটিও আগে থেকে সিলেক্ট করার ব্যবস্থা আছে। প্রতিদিন দিনে ১টি ও রাতে ১টি  ফ্লাইট ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবে।

WhatsApp Image 2023-07-10 at 16.13.53

বাংলাদেশে থাই এয়ারের জেনারেল সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সি লিমিটেড এর অনুষ্ঠান

অন্যদিকে ব্যাংকক থেকে ফ্লাইট রাত ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে, যা ব্যাংককে পৌঁছাবে রাত ২টা ৪৫ মিনিটে। রাতের ফ্লাইটগুলো এয়ারবাস-এ৩২০-২০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে, যাতে থাকবে ১৬৮টি ইকোনমি ক্লাসের সিট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com