১৯৮১ সালের পর তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি নিউ জার্সিতে আয়োজিত হলো নর্থ আমেরিকান বাঙালি কমিউনিটি (এনএবিসি) সম্মেলন। মঙ্গলবার (৪ জুলাই) আয়োজিত এই সম্মেলনে যোগ দেন বাংলাদেশ ও ভারতের ৩ হাজারেরও বেশি প্রবাসী।
অনেক বাঙালি নারী এদিন ঐতিহ্যবাদী তাঁত ও সিএল্কর শাড়ি পরে অংশ নেয়। ছেলেদের পরনে ছিল ধুতি ও পাঞ্জাবি।
দুই দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার। সবার হাতে তখন রংবেরংয়ের নানা জিনিস। কারও হাতে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, কারও হাতে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক দর্শকদের সামনে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার ওপর ছোট প্রামাণ্যচিত্র ও ছবি তুলে ধরা হয়। আয়োজকরা জম্মু-কাশ্মিরের পর্যটন সম্ভাবনা নিয়েও প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।
১৯৮১ সালে প্রথমবারের মতো এই অনুষ্ঠানে আয়োজন করেছিল উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি সম্প্রদায়। এবারের আয়োজন ছিল তৃতীয়। তবে এবারই প্রথম ছিল বিজয় উদযাপন। আয়োজনে ছিল বিজয় মশাল। সংস্থাটির আঞ্চলিক পরিচালক মিল্টন চৌধুরী জানান, এই মশাল আমাদের বিজয়ে আলো, আমাদের আশা। এটি আমাদের অনুপ্রেরণ জোগায়।