মালয়েশিয়া সরকারের স্কলারশিপ নিয়ে মাস্টার্স করার সুযোগ, আবেদন শেষ ৩০ জুন
মালয়েশিয়া সরকার এমটিসিপির (MTCP) আওতায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের মালয়েশিয়ায় স্নাতকোত্তরের (মাস্টার্স) জন্য বৃত্তি প্রদান করবে।
মালয়েশিয়ান টেকনিক্যাল কো–অপারেশন প্রোগ্রাম বা এমটিসিপি হলো ১৯৮০ সালে শুরু হওয়া মালয়েশিয়া সরকারের একটি বৃত্তিমূলক কার্যক্রম, যা উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করার মাধ্যমে সেসব দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। এমটিসিপির আওতায় প্রতিবছর মালয়েশিয়া সরকার ৬৫টির বেশি কারিগরি প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নবিষয়ক প্রোগ্রাম পরিচালনা করে থাকে, যার কল্যাণে ১৪৪টি দেশের ৩৭ হাজারের বেশি অংশগ্রহণকারী উপকৃত হয়েছেন।
বৃত্তির শর্তাবলি:
বৃত্তি প্রদানের ক্ষেত্রে যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে:
*একজন শিক্ষার্থী যেকোনো একটি বিষয়ে মাস্টার্স করতে পারবেন।
বৃত্তির সুবিধাগুলো:
ক. সম্পূর্ণ টিউশন ফি ফ্রি
খ. শিক্ষার্থীর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় যাওয়া-আসার প্লেনের টিকিট।
গ. মাসিক অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ৫০০ মালয়েশিয়ান রিংগিত, যার মধ্যে রয়েছে:
প্রোগ্রামের সময়সীমা: ২৪ থেকে ৩৬ মাস
আবেদনের শেষ সময়: ৩০ জুন
প্রাথমিক বাছাইতালিকা প্রকাশ: ৫ জুলাই
ইন্টারভিউ: ২ আগস্ট
বৃত্তিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ আগস্ট
বৃত্তিসংক্রান্ত বিস্তারিত জানতে: biasiswa.mohe.gov.my
অনলাইনে আবেদন করতে: এখানে লগইন করুন
মেডিকেল রিপোর্ট এবং রিকমেন্ডেশন লেটার ফরম: kln.gov.my
এ বছর যেসব বিশ্ববিদ্যালয়ের জন্য পাওয়া যাবে এই বৃত্তি:
বৃত্তিসংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ:
এমটিসিপি সচিবালয়, আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়
ই-মেইল: [email protected], ফোন: +৬০৩-৮৮৮৭ ৪৬৫৮/৪৪২৪ (সকাল ৮.৩০-বিকেল ৪.৩০ মালয়েশিয়া সময়/ সোম-শুক্রবার)
MTCP অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম–সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য স্ক্রিনশটসহ ই–মেইল করুন: [email protected], cc: [email protected]